Afghanistan নিয়ে ভারতের অবস্থান SCO সম্মেলনে স্পষ্ট করলেন PM Modi
আফগানিস্তান নিয়ে আশঙ্কাপ্রকাশ মোদীর।
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তান নিয়ে ভারত সরকারের নীতি শুক্রবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলকে তাঁর বার্তা, তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদী বলেন,'আফগানিস্তানে অস্থিরতা ও মৌলবাদি শক্তি মাথা চাড়া দেওয়ায় সারা বিশ্বে সন্ত্রাসী ও উগ্র আদর্শ উৎসাহিত হয়ে উঠেছে। হিংসার মাধ্যমে ক্ষমতা দখলে উদ্যোগী হতে পারে তারা।'
প্রধানমন্ত্রীর আশঙ্কা,আফগানিস্তানে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে মাদক, বেআইনি অস্ত্র ও মানবপাচারের রমরমা বাড়তে পারে। আধুনিক অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে সেখানে। তা এই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে।
আরও পড়ুন- বৈঠকে বেশিরভাগ রাজ্যের আপত্তি; এখনই GST-র আওতায় নয় পেট্রোল-ডিজেল, জানালেন Nirmala
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)