মেট্রো সফরে মোদী-মুন, উদ্বোধন হল একাধিক প্রকল্প

প্রত্যেক বছর এই স্যামসাং কারখানা থেকে গড়ে ১২ কোটি মোবাইল ফোন তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

Updated By: Jul 9, 2018, 07:17 PM IST
মেট্রো সফরে মোদী-মুন, উদ্বোধন হল একাধিক প্রকল্প

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সর্ববৃহত্ মোবাইল কারখানার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সোমবার দিল্লি সংলগ্ন নয়ডায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে সঙ্গে নিয়ে স্যামসাং কারখানার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিন দিল্লি থেকে মেট্রো রেলে মুনকে নিয়ে নয়ডা যান মোদী। ট্রেনেই একাধিক বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়। মুন বলেন, ভারতে মেট্রো সফর খুবই উপভোগ করেছেন।

 

প্রসঙ্গত, প্রত্যেক বছর এই স্যামসাং কারখানা থেকে গড়ে ১২ কোটি মোবাইল ফোন তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখানে সস্তার মোবাইলের পাশাপাশি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এস নাইন-ও তৈরি হবে।

 

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে মোবাইল ফোন ব্যবহারে দু'নম্বরে উঠে এসেছে ভারত। ফলে এ দেশে এমন কারখানা তৈরি করা নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ। মোবাইল ফোন ব্যবহারে বর্তমানে বিশ্বের এক নম্বর দেশ চিন।

.