মোদী আমার বড় ভাই, ভারতের মাটিতে পা দিয়েই বললেন সৌদির যুবরাজ

 এর আগে পাক সফরের গিয়েও সদ্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়শী প্রশংসা করতে দেখা গিয়েছে সলমনকে। সন্ত্রাস দমনে ইমরান খানের সরকার যে সক্রিয় ভূমিকা নিচ্ছে তারও উল্লেখ করেন তিনি। 

Updated By: Feb 20, 2019, 02:13 PM IST
মোদী আমার বড় ভাই, ভারতের মাটিতে পা দিয়েই বললেন সৌদির যুবরাজ
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভারতে পা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। দু’দিনের সফরে এই প্রথম ভারতে এলেন সৌদির যুবরাজ। পুলওয়ামা ঘটনার আবহে সৌদি যুবরাজের এই সফর কূটনৈতিকভাবে গুরত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে তাঁকে অভ্যর্থনা করার সময় যুবরাজ সলমন প্রতিক্রিয়ায় বলেন, “আমদের (মোদী এবং সলমন) সম্পর্ক ভ্রাতৃত্বের। প্রধানমন্ত্রী মোদী আমার বড় ভাই। তাঁকে দেখে সর্বদাই অনুপ্রেরণা মেলে।”

আরও পড়ুন- আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত অনিল অম্বানি

উল্লেখ্য, এর আগে পাক সফরের গিয়েও সদ্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়শী প্রশংসা করতে দেখা গিয়েছে সলমনকে। সন্ত্রাস দমনে ইমরান খানের সরকার যে সক্রিয় ভূমিকা নিচ্ছে তারও উল্লেখ করেন তিনি। সলমনের এমন মন্তব্যে স্বভাবতই উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। তবে, আজ সৌদি আরবের যুবরাজ বলেন, ভারতের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক বহুদিনের। দুই দেশের মধ্যে এক হাজার বছরের সম্পর্ক রয়েছে। এমনকি সৌদির যুবরাজ আরও এক ধাপ এগিয়ে বলেন, লিখিত ইতিহাস তৈরি হওয়ার আগেও ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের। ডিএনএ-তে জড়িয়ে দুই দেশের সম্পর্ক বলে ব্যাখ্যা করেন সৌদির যুবরাজ।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে সৌদির যুবরাজ বলেন, দুই দেশের সঙ্গে এই অটুট সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নেতৃত্বে দারুণ সম্পর্ক তৈরি করতে প্রস্তুত আমরা। প্রসঙ্গত, সৌদির ‘স্ট্র্যাটিজি পার্টনারের’ তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষে দু’দেশের বাণিজ্য হয় ২৭৪৮ কোটি ডলার, যা মোদী সরকারের আমলে নজিরবিহীন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সৌদি আরবে কর্মসূত্রে প্রায় ২৭ লক্ষ ভারতীয় বসবাস করেন। প্রতি বছর দেড় লক্ষের বেশি ভারতীয় হজ যাত্রায় যান। সৌদির সঙ্গে ভারতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ২০১৬ সালে ইতিবাচক বার্তা দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- ভারতের আকাশে উড়ল রাফাল, দেখুন ভিডিয়ো

বিদেশমন্ত্রক সূত্রে খবর, রত্নগিরি রিফাইনারি প্রকল্পে সৌদির ৪৪ হাজার কোটি ডলার বিনিয়োগ নিয়ে আজ উচ্চপর্যায়ে বৈঠক করবেন দু’দেশের প্রতিনিধিরা। প্রতিরক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে ৫টি মৌ-স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে নিযুক্ত ভারতীয় দূত আহমেদ জাভেদ জানিয়েছেন, সৌদি ও ভারতের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে সলমনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী-সহ অন্যান্য উচ্চ পর্যায়ের আমলারও রয়েছেন তাঁর এই প্রথম ভারত সফরে। এশিয়ার ৪ দেশে সফরে পাকিস্তান, ভারতের পর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও যাবেন সৌদির যুবরাজ।

.