বাপুজিকে সরিয়ে মোদীজি, আরও এক বিতর্কের ইন্ধন জোগালেন প্রধানমন্ত্রী!

আরও একটি নতুন বিতর্ক উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাপুজিকে সরিয়ে স্থান নিলেন মোদীজি। গান্ধিকে সরিয়ে জায়গা নিলেন নিজেই। তৈরি হল আরও একটা বিতর্ক। ঘটনার সূত্রপাত খাদি বডি ক্যালেন্ডার নিয়ে।

Updated By: Jan 13, 2017, 01:43 PM IST
বাপুজিকে সরিয়ে মোদীজি, আরও এক বিতর্কের ইন্ধন জোগালেন প্রধানমন্ত্রী!

ওয়েব ডেস্ক: আরও একটি নতুন বিতর্ক উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাপুজিকে সরিয়ে স্থান নিলেন মোদীজি। গান্ধিকে সরিয়ে জায়গা নিলেন নিজেই। তৈরি হল আরও একটা বিতর্ক। ঘটনার সূত্রপাত খাদি বডি ক্যালেন্ডার নিয়ে।

১৯২০ সালে বিদেশি পণ্য বয়কট করে খাদি আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজী। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এতদিন ডিজাইন করা হত খাদি ক্যালেন্ডার ও ডায়েরি। ট্রেডমার্ক সাদা সুতি বস্ত্র পরে চরকা হাতে সুতো কাটছেন গান্ধীজী। KVIC-র ক্যালেন্ডার থেকে ডায়েরিতে এতদিন বাপুর ছবিই দেখা যেত। ঐতিহ্য মেনে সেটাই ছিল দস্তুর। কিন্তু এবছরই ক্যালেন্ডার বেরতে দেখা গেল, বাপুজী নয়, বাপুর জায়গায় মোদীজী। তাঁর সিগনেচার কুর্তা-পাজামা ও ওয়েস্টকোট পরে মর্ডান চরকা হাতে সুতো কাটছেন তিনি।

খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের ক্যালেন্ডারের পাতায় চরকা হাতে মোদীর ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই। এই ঘটনায় ক্ষুব্ধ সংস্থার কর্মীরা গতকাল মুখে কালো ব্যাজ বেঁধে প্রতিবাদ জানান। কেজরিওয়াল থেকে রাহুল গান্ধী, এই ক্যালেন্ডারের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।

যদিও KVIC চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনার বক্তব্য, খাদির 'বিগেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর' হলেন মোদী। মোদীর হাত ধরেই খাদিবস্ত্র বিদেশে জনপ্রিয় হয়েছে। মোদীর 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সঙ্গে KVIC-র উদ্যোগ সমার্থক। কিন্তু তার মানে এই নয় যে, গান্ধীজিকে অস্বীকার করা হচ্ছে। কোনও প্রশ্নই ওঠে না। খাদি উদ্যোগের সম্পূর্ণটাই বাপুর আদর্শ, ভাবনা ও দর্শনের উপর ভিত্তি করে। KVIC-র আত্মা হলেন বাপু।

আরও পড়ুন, ৯ মাস ধরে ঋতুস্রাবের রক্ত দিয়ে 'সন্তানের ছবি' আঁকলেন শিল্পী!

.