এবারও UNGA-তে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদী!

Updated By: Jul 26, 2017, 03:27 PM IST
এবারও UNGA-তে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদী!

ওয়েব ডেস্ক : আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায়(UNGA)যোগ দেবেন না নরেন্দ্র মোদী। তাঁর বদলে, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সভায় যে দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে।

২০১৫ সাল থেকে এই সভায় ভারতকে প্রতিনিধিত্ব করছেন সুষমা স্বরাজ। অন্যদিকে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার UNGA-তে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- 'কংগ্রেসের সমর্থনে আপত্তি কেরালার', রাজ্যসভায় হ্যাটট্রিক হল না সীতারামের

১৯ সে সেপ্টেম্বর প্রথমে ব্রাজিলের রাষ্ট্রপ্রধান ওই সভায় বক্তব্য রাখবেন। তারপরই রাষ্ট্র নেতাদের উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

সুষমা স্বরাজ ২৩ সেপ্টেম্বর সকালে নিজের বক্তব্য রাখবেন সেই সভায়। ২১ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার পোডিয়ামে বক্তব্য রাখার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রী নয়াজ শরিফের।

.