যন্তরমন্তরে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের বিক্ষোভে 'এক পদ এক পেনসনের' দাবির পাশে রাহুল
মোদী সরকারকে ফের আক্রমণ করলেন রাহুল গান্ধী। এবার হাতিয়ার অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এক পদ এক পেনসনের দাবির পাশে দাঁড়ালেন কংগ্রেস সহসভাপতি। দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশে গিয়ে তাঁর দাবি, প্রতিশ্রুতি পালন করুক মোদী সরকার।
ব্যুরো: মোদী সরকারকে ফের আক্রমণ করলেন রাহুল গান্ধী। এবার হাতিয়ার অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এক পদ এক পেনসনের দাবির পাশে দাঁড়ালেন কংগ্রেস সহসভাপতি। দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশে গিয়ে তাঁর দাবি, প্রতিশ্রুতি পালন করুক মোদী সরকার।
রাহুল গান্ধী। খোঁচাখোঁচা দাড়ি। সাদা কুর্তা-পাজামা। অ্যাংরি ইয়ং ম্যানের ভেক আগেও ধরেছেন। ভিক মেলেনি। সেই ইয়ং রাহুল এখন ম্যাচিওর। এবং অনেক আগ্রাসী। কী করে এমন পরিবর্তন? বুঝতে হলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। দুহাজার চারে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। আমেঠির কংগ্রেস প্রার্থীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছিল বিজেপি। পরের দশবছর সেই বাচ্চা ছেলের তকমাই তাড়া করে বেরায় তাঁকে। দেশ চালাল কংগ্রেস। কিন্তু, সরকারের কোনও দায়িত্বশীল পদে দেখা গেল না রাহুল গান্ধীকে। ভাট্টা পারসোল, বিদর্ভে নজর কাড়লেন যুব কংগ্রেস সভাপতি। কিন্তু, নির্বাচনী রণনীতিতে ডাহা ফেল। দুহাজার চোদ্দয় তাঁর নেতৃত্বেই কার্যত ধুয়ে মুছে গেল শতাব্দী প্রাচীন দল। কংগ্রেসের অন্দরে স্লোগান উঠল, প্রিয়াঙ্কা লাও। রাহুল গেলেন নির্বাসনে।
এপিটাফের খসড়া যখন তৈরি। তখনই ফিরলেন ফিনিক্স পাখীর মতো। প্রত্যাবর্তনেই মারকাটারি রাজনীতি। এপ্রিল ২০১৫। মোদীর জমি বিলের বিরোধিতায় দিল্লিতে কৃষক সমাবেশ। মে ২০১৫। রিয়েল এস্টেট বিলের বিরোধিতায় মধ্যবিত্ত ক্রেতাদের সঙ্গে আন্দোলন। জুন ২০১৫। দিল্লির নিকাশি কর্মীদের আন্দোলনে সামিল রাহুল। জুলাই ২০১৫। ললিত-ব্যাপম কাণ্ডে সংসদ অচল রাখল কংগ্রেস। সংসদে অধিবেশন শেষ হতেই পুনের ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পাশে রাহুল। ডিরেক্টর হঠাওয়ের দাবি জানালেন রাষ্ট্রপতির কাছে। ইস্যু থেকে ঝাঁপাচ্ছেন ইস্যুতে। একটির ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি আক্রমণ। রাহুল গান্ধীর লাগাতার আক্রমণে বেসামাল বিজেপি।