নজরে Matua ভোট, এবার ওপার বাংলার মতুয়া ধাম সফরে Modi
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনে বিজেপির নজরে রাজ্যের মতুয়া ভোট। সেদিকে লক্ষ্য রেখে গোটা বিষয়টি তদারকি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এবার এপার বাংলা শুধু নয়, একেবারে শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছে বিজেপি। এমাসের শেষ দিকে ওপার বাংলার গোপালগঞ্জের ওড়াকান্দির মতুয়া ধাম(Matua Dham) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।
আরও পড়ুন-বিস্ফোরক স্বীকারোক্তি Rahul-র, ঠাকুমার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ওই সফরসূচিতেই রাখা হয়েছে গোপালগঞ্জের ওড়াকান্দি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে এসপিজি(SPG)। এছাড়াও বঙ্গবন্ধু মুজিবুর রহমানে জন্মভিটে, বাঘাযতীনের পৈতৃক ভিটেতে যাবেন মোদী।
বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত শুধু নয় বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে সেখ হাসিনা সরকার। ওই সরকারি কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী যাবেন মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। সেখানে মতুয়া গুরুদেবের সৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও।
আরও পড়ুন-মাদ্রাসায় এবার বেদ-গীতা-রামায়ণ পড়ানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রকের
বাংলায় একাধিক বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নিতে পারে মতুয়া ভোট। পাশাপাশি এপার বাংলার মতুয়াদের সব আবেগ জড়িয়ে রয়েছে ওড়াকান্দি গ্রামে। সেখানেই মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। তাই দুই বাংলা শুধু নয়, গোটা বিশ্বের ৫ কোটি মতুয়াকেও একটা বার্তা দিতে এই সফর বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে দেখতে প্রধানমন্ত্রীর মতুয়া ধাম যাত্রা রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণই বলে মনে করছে রাজনৈতিক মহল।