লখনউতে পরিবর্তন চাইলেন মোদী

মোদীকে পথ দেখালেন মমতা। ধার দিলেন ভাষা। আর লখনউ দেখল মোদীর মমতা স্মরণ। যে স্লোগানে বাংলার মানুষের বুকে দাগ কেটেছিলেন বাংলার সেকালের একমাত্র সিপিএম বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় (সাল ২০১১), এবার সেই স্লোগান ঋণ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই বোধহয় মাস্টার স্ট্রোক।

Updated By: Jan 2, 2017, 04:27 PM IST
লখনউতে পরিবর্তন চাইলেন মোদী

লখনউ: মোদীকে পথ দেখালেন মমতা। ধার দিলেন ভাষা। আর লখনউ দেখল মোদীর মমতা স্মরণ। যে স্লোগানে বাংলার মানুষের বুকে দাগ কেটেছিলেন বাংলার সেকালের একমাত্র সিপিএম বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় (সাল ২০১১), এবার সেই স্লোগান ঋণ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই বোধহয় মাস্টার স্ট্রোক। বিরোধীর ব্রহ্মাস্ত্র কাজে লাগিয়ে উত্তর প্রদেশের চক্রবুহ্য ভেদ করতে চাইছেন নরেন্দ্র মোদী। সামনেই উত্তর প্রদেশের ভোট। ভারতীয় রাজনীতিতে একটা কথা ভারত ভূখণ্ড তৈরির প্রাককাল থেকে শোনা যায়, ইউপি যার দিল্লি তার। তাই ইউপি জয় করতে মোদীর একমাত্র ইউএসপি 'মমতার স্লোগান' পরিবর্তন। সমাজবাদীও না, বহুজন সমাজবাদীও না, বিজেপিকে সুযোগ দিন, লখনউতে দাঁড়িয়ে উত্তর প্রদেশের মানুষের কাছে আবেদন জানালেন বিজেপির স্টার প্রচারক নরেন্দ্র মোদী। 

 

 

"বাকি দলগুলোর কাছে উত্তর প্রদেশের ভোট কেবল মাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই, মন্ত্রী হওয়ার লড়াই। বিজেপির কাছে উত্তর প্রদেশের ভোট একটা দায়িত্ব", লখনউতে আয়োজিত বিজেপির পরিবর্তন র‍্যালিতে বললেন নরেন্দ্র মোদী। মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টি এবং মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টিকে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, "আমি বুঝতে পারি এই দুই দলের রাজনীতিটা আসলে কী? কিন্তু উত্তর প্রদেশের মানুষের উন্নয়নের বিষয়ে কোনও রাজনীতি আসাই কাম্য নয়। আমি উত্তর প্রদেশের একজন সাংসদ, আমি জানি এখানকার আসল পরিস্থিতিটা কী?" উত্তরপ্রদেশের মানুষের কাছে দেশের প্রধানমন্ত্রীর আর্জি, "জাত দেখে নয়, ভোট দিন উন্নয়নকে সামনে রেখে"। 

 

৩৪ বছরের বাম সরকারের অপসারণে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন পরিবর্তনের। আর সেই পরিবর্তনে সারাও দিয়েছিল মানুষ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রকে কাজে লাগিয়ে উত্তর প্রদেশে বিরোধীদের জব্দ করতে চাইছেন মোদী। সভায় মোদীর সাফ কথা, "আমরা যদি ভারতের ভাগ্যের পরিবর্তন চাই, তাহলে উত্তর প্রদেশেরও পরিবর্তন করতে হবে" 

 

 

.