CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলে সরব একাংশ, চূড়ান্ত সিদ্ধান্তে বৈঠকে মোদী

আজ (বুধবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। 

Updated By: Apr 14, 2021, 12:44 PM IST
CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলে সরব একাংশ, চূড়ান্ত সিদ্ধান্তে বৈঠকে মোদী

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে বোর্ড পরীক্ষা বাতিলের অনুরোধ জানিয়েছে একাংশ।  আগামী ৪ মে থেকে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। দিল্লির সামগ্রিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে হাতজোড় করে CBSC-র কাছে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করেছে মহারাষ্ট্রও। দেশের একাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের জন্য অনলাইন পিটিশনে সম্মতি জানিয়েছে। পরীক্ষা পিছনোর দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। 

এরপরই, আজ(বুধবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। 

প্রসঙ্গত, ৬ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন এবারে। আগামী ৪ মে থেকে থেকে শুরু হচ্ছে CBSE-র ১০ ও ১২ ক্লাসের বোর্ডের পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা চলবে ৭ জুন অবধি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। দুটি শিফটে হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রথমটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফট দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।  

.