ভরত-পাক আলোচনায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সন্ত্রাস: মাথাই
ভারত-পাকিস্তান আলোচনা সব ক্ষেত্রে সমানভাবে এগোচ্ছে না। শুক্রবার এই মন্তব্য করেছেন ভারতের বিদেশসচিব রঞ্জন মাথাই। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক খাতে বইছে বলেও জানিয়েছেন তিনি।
ভারত-পাকিস্তান আলোচনা সব ক্ষেত্রে সমানভাবে এগোচ্ছে না। শুক্রবার এই মন্তব্য করেছেন ভারতের বিদেশসচিব রঞ্জন মাথাই। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক খাতে বইছে বলেও জানিয়েছেন তিনি।
কিন্তু ২৬/১১-র সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাক সরকার এখনও গড়িমসি করছে। পাকিস্তানের এই টালবাহানা নয়াদিল্লির একেবারেই মনপসন্দ নয়। মুম্বই সন্ত্রাসের সূত্র ধরে বিদেশসচিব বলেন, ২৬/১১-র পর ভারত-পাক আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। দু`হাজার এগারোয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে ফের তা শুরু হলেও বাণিজ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রেই তা সীমাবদ্ধ রয়ে গিয়েছে।