পিএনবি দুর্নীতিকাণ্ডে রাহুল-অভিষেক মনুর নাম জড়ালেন নির্মলা সীতারমন

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকেও নিশানা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, মুম্বইয়ে লোয়ার প্যারেলে অ্যাডওয়েট হেল্ডিংস-এর ‌যে সম্পত্তি রয়েছে তা নীরব মোদীর কোম্পানিকে ভাড়া দিয়েছে অভিষেকের পরিবার। কারণ ওই কোম্পানির ডিরেক্টর অভিষেকের স্ত্রী অনিতা, ছেলে অভিশেখর

Updated By: Feb 17, 2018, 10:50 PM IST
পিএনবি দুর্নীতিকাণ্ডে রাহুল-অভিষেক মনুর নাম জড়ালেন নির্মলা সীতারমন

নিজস্ব প্রতিবেদন: পিএনবি দুর্নীতিকাণ্ডে এবার রাহুল গান্ধী ও অভিষেক মনু সিংভিকে জড়ালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিপুল টাকার দুর্নীতিতে মূল অভি‌যুক্ত নীরব মোদীর সঙ্গে কংগ্রেস সভাপতির পুরনো সম্পর্ক ছিল বলে দাবি করলেন সীতারমন। প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ২০১৩ সালে রাহুল গান্ধী নীরব মোদীর কোম্পানির একটি প্রোমোশনাল ইভেন্টে ‌যোগ দিয়েছিলেন। এই মামলার সঙ্গে কংগ্রেসের ‌যোগা‌যোগ বেশ পুরনো। নীরব মোদীর কোম্পানির কাছ থেকে এতদিন সুবিধা পেয়ে এসেছে কংগ্রেস। এখন সেই কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলছে। আমরা অভি‌যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কংগ্রেসের মতো কোনও দুর্নীতিবাজকে পালাতে সাহা‌য্য করিনি।

আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেকে খুন মায়ের, উত্তপ্ত দেগঙ্গা

অন্যদিকে, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকেও নিশানা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, মুম্বইয়ে লোয়ার প্যারেলে অ্যাডওয়েট হেল্ডিংস-এর ‌যে সম্পত্তি রয়েছে তা নীরব মোদীর কোম্পানিকে ভাড়া দিয়েছে অভিষেকের পরিবার। কারণ ওই কোম্পানির ডিরেক্টর অভিষেকের স্ত্রী অনিতা, ছেলে অভিশেখর।

এনিয়ে বলতে গিয়ে অভিষেক মনু সিংভি বলেন, বহুদিন আগে মোদীর কোম্পানিকে ওই সম্পত্তি ভাড়া দেওয়া হয়েছিল। তার মানে এই নয় ‌যে মোদীর পরিবারের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক রয়েছে। গত বছরই ওই সম্পত্তি থেকে সরে গিয়েছে নীরবের সংস্থা। বিজেপি রাজনীতিকে এখন একটা হাস্যকর জায়গায় এনে ফেলেছে।

.