ইসলামাবদে রাজনৈতিক সংকটের প্রভাব পরবে ভারত-পাক সম্পর্কে
ইসলামাবাদে রাজনৈতিক সংকটের জেরে চালকের আসনে চলে আসতে পারে পাক-সেনা। এমনটাই মনে করেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ উদয়ভাস্কর। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
![ইসলামাবদে রাজনৈতিক সংকটের প্রভাব পরবে ভারত-পাক সম্পর্কে ইসলামাবদে রাজনৈতিক সংকটের প্রভাব পরবে ভারত-পাক সম্পর্কে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/31/28669-indo-pak-rwlation.jpg)
নয়াদিল্লি: ইসলামাবাদে রাজনৈতিক সংকটের জেরে চালকের আসনে চলে আসতে পারে পাক-সেনা। এমনটাই মনে করেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ উদয়ভাস্কর। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। ভারতসহ উপমহাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্যই পাকিস্তানে শান্তি জরুরি বলে মন্তব্য করেন তিনি।