Presidential Election: রাষ্ট্রপতি পদে NDA-র প্রার্থী দ্রৌপদী মুর্মু, ঘোষণা JP Nadda-র
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের পর এবার প্রার্থী চূড়ান্ত করে ফেলল সরকারপক্ষও।
জ্যোতির্ময় কর্মকার: শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। যেদিন প্রার্থীর নাম ঘোষণা করল বিরোধীরা, সেদিনই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল সরকারপক্ষও। NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, দিল্লিতে BJP দফতরে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন JP Nadda। টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছে বিরোধীরা। স্রেফ ঐকমতের ভিত্তিতে প্রার্থীর দেওয়ার সিদ্ধান্তই নয়, এদিন দিল্লিতে বৈঠকের পর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নামও ঘোষণা করে দিয়েছে তারা। সরকারপক্ষ কাকে প্রার্থী করবে? এদিন দলের কার্যালয়ে বৈঠকে বসে BJP সংসদীয় বোর্ড। বৈঠকে যোগ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, 'যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করেছেন। সেকারণেই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি সংসদীয় বোর্ড'।
কে এই দ্রৌপদী মুর্মু?
-------
দ্রৌপদী মুর্মু পেশায় শিক্ষিকা।
তিনি কাউন্সিল ও বিধায়ক ছিলেন।
২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু।
নীলকণ্ঠ সম্মানে সম্মানিত হন তিনি।
NDA-র তরফে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষিত হওয়ার পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Smt. Droupadi Murmu Ji has devoted her life to serving society and empowering the poor, downtrodden as well as the marginalised. She has rich administrative experience and had an outstanding gubernatorial tenure. I am confident she will be a great President of our nation.
— Narendra Modi (@narendramodi) June 21, 2022
Millions of people, especially those who have experienced poverty and faced hardships, derive great strength from the life of Smt. Droupadi Murmu Ji. Her understanding of policy matters and compassionate nature will greatly benefit our country.
— Narendra Modi (@narendramodi) June 21, 2022
৫ বছর পার। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ১৮ জুলাই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।