ভর্তুকিহীন রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ৮৬ টাকা
ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ছে। সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ৮৬ টাকা করে। এরফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এখন কলকাতায় পড়বে ৭৪৪ টাকা ৫০ পয়সা।
ওয়েব ডেস্ক : ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ছে। সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ৮৬ টাকা করে। এরফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এখন কলকাতায় পড়বে ৭৪৪ টাকা ৫০ পয়সা।
গ্রাহকরা বছরে এখন ১২টি করে ১৪.২ কেজির ভর্তুকিযুক্ত সিলিন্ডার পান। এবার থেকে ১২টি সিলিন্ডারের পর সিলিন্ডার পিছু অতিরিক্ত ৮৬ টাকা করে গুনতে হবে গ্রাহকদের।
কোন শহরে কত হচ্ছে দাম?
কলকাতায় ৭৪৪ টাকা ৫০ পয়সা
চেন্নাই ৭৪৬ টাকা ৫০ পয়সা
দিল্লি ৭৩৭ টাকা ৫০ পয়সা
মুম্বই ৭৩৭ টাকা ৫০ পয়সা
আরও পড়ুন, আধার না থাকলে এই সুবিধাগুলি আর পাবেন না