আজ মনোনয়ন জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী
অসম বিধানসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে এই রাজ্য থেকেই প্রতিনিধিত্ব করছেন সিং।
অসম বিধানসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে এই রাজ্য থেকেই প্রতিনিধিত্ব করছেন সিং।
এই মুহূর্তে অসম থেকে দুটি শূন্য পদ রয়েছে রাজ্যসভায়। জুন মাসের ১৪ তারিখ প্রধানমন্ত্রীর সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। অসম গণ পরিষদের সাংসদ কুমার দীপক দাসের মেয়াদ শেষ হচ্ছে একই সময়ে। কংগ্রেস নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়ার (Saikia) স্ত্রী হেমো প্রভা সাইকিয়া এই পদটির দৌড়ে এগিয়ে রয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য সাইকিয়ার বাসভনটাই ভাড়া নিয়েছেন প্রধানমন্ত্রী।
মনমোহন সিংয়ের জয়ের বিষয়ে নিশ্চিত কংগ্রেস শিবির। রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই অন্য রাজনৈতিক দলগুলির। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ মে। ৩০ মে নির্বাচনের দিন ধার্য হয়েছে ওই কেন্দ্রে।