৪ দিন বাদে আজ ফের বসছে সংসদ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
৪ দিন বাদে আজ ফের বসছে সংসদ। নোট বাতিল ইস্যুতে আবারও উভয় কক্ষেই ঝড় তুলতে পারেন বিরোধীরা। আর মাত্র ৩ দিন চলবে শীতকালীন অধিবেশন। প্রত্যেকদিন সংসদে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এইসময় লোকসভায় এবং রাজ্যসভায় দলের সাংসদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে BJP। অধিবেশন শুরু আগে সকাল সাড়ে ৯টা নাগাদ সংসদ ভবনে বৈঠকে বসছে বিরোধীরা। বেলা সাড়ে ১০টা নাগাদ লোকসভায় দলের রণকৌশল ঠিক করতে পৃথক বৈঠকে বসছে কংগ্রেস। সেখানে থাকতে পারেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও। পিছিয়ে নেই সরকার পক্ষও। বিরোধীদের আক্রমণ ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে সকাল ৯টা ৪৫ নাগাদ শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ফলে স্লগ ওভারেও নোট বাতিল ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের আশঙ্কা।
![৪ দিন বাদে আজ ফের বসছে সংসদ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৪ দিন বাদে আজ ফের বসছে সংসদ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/14/72972-modi-14-12-16.jpg)
ওয়েব ডেস্ক: ৪ দিন বাদে আজ ফের বসছে সংসদ। নোট বাতিল ইস্যুতে আবারও উভয় কক্ষেই ঝড় তুলতে পারেন বিরোধীরা। আর মাত্র ৩ দিন চলবে শীতকালীন অধিবেশন। প্রত্যেকদিন সংসদে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এইসময় লোকসভায় এবং রাজ্যসভায় দলের সাংসদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে BJP। অধিবেশন শুরু আগে সকাল সাড়ে ৯টা নাগাদ সংসদ ভবনে বৈঠকে বসছে বিরোধীরা। বেলা সাড়ে ১০টা নাগাদ লোকসভায় দলের রণকৌশল ঠিক করতে পৃথক বৈঠকে বসছে কংগ্রেস। সেখানে থাকতে পারেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও। পিছিয়ে নেই সরকার পক্ষও। বিরোধীদের আক্রমণ ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে সকাল ৯টা ৪৫ নাগাদ শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ফলে স্লগ ওভারেও নোট বাতিল ইস্যুতে সংসদে তুমুল হট্টগোলের আশঙ্কা।
আরও পড়ুন ফের কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের একটি শাখায় তল্লাসি ED-র