Priyanka Gandhi: বাংলাদেশে অশান্তির মধ্যে প্রিয়ঙ্কার কাঁধে 'প্যালেস্টাইন' ব্যাগ, দেখেই তেতে উঠল বিজেপি

Priyanka Gandhi: সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট হতেই একজন মন্তব্য করেছেন বিজয় দিবসে হামাসের মতো এক সংগঠনকে সমর্থন করা খুব ভালো মানসিকতার পরিচয় নয়

Updated By: Dec 16, 2024, 04:22 PM IST
Priyanka Gandhi: বাংলাদেশে অশান্তির মধ্যে প্রিয়ঙ্কার কাঁধে 'প্যালেস্টাইন' ব্যাগ, দেখেই তেতে উঠল বিজেপি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে যখন দেশ উত্তাল সেইসময় সংসদে ওয়ানাডের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীকে দেখা গেল 'প্যালেস্টাইন' লেখা ব্যাগ নিয়ে। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস মুখপাত্র সামা মোহামেদ। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল হইচই।

আরও পড়ুন-ফের নিম্নচাপ সাগরে! শীতের পথে কাঁটা, বাড়বে তাপমাত্রা...

কংগ্রেস মুখপাত্র সামা মোহামেদ লিখেছেন, প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে গিয়ে প্যালেস্টাইনের মানুষের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। উনি স্পষ্ট বলতে চেয়েছেন কেউ জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত ভঙ্গ করতে পারবে না।

গাজায় ইজরায়েলের টানা হামলা নিয়ে বহুবার সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। এবার সংসদে দাঁড়িয়ে নিজের অবস্থায় স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট হতেই একজন মন্তব্য করেছেন বিজয় দিবসে হামাসের মতো এক সংগঠনকে সমর্থন করা খুব ভালো মানসিকতার পরিচয় নয়। এই দিনেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। প্রিয়ঙ্কার উচিত ওই পোস্ট সরিয়ে ফেলা।

এদিকে, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র খোঁচা দিয়েছেন প্রিয়ঙ্কাকে। তিনি লিখেছেন, গান্ধী পরিবার এভাবেই তোষণের ব্যাগ বয়ে চলে। এই কারণেই ভোটে ওদের ফলাফল খারাপ হয়।  

অন্যদিকে, আজ সাংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনডের সাংসদ বলেন, সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিষ্টানদের উপরে অত্যাচারের প্রতিবাদ করা। কেন্দ্রের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা ও  সমস্যার সমাধান করা ।

সপ্তাহখানেক আগেই প্রিয়ঙ্কা গান্ধী একটি ব্যাগ এনেছিলেন যেখানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানির ছবি। সেখানে লেখা ছিল মোদী-আদানি ভাইভাই। তা নিয়েও একপ্রস্থ বিতর্ক হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.