খালি হাতে ১২ ফুটের অজগর ধরে ভেলকি দেখালেন অধ্যাপক

অধ্যাপক এন বি সিংয়ের সাফ কথা, কেউ বিরক্ত না করলে অজগর এমনি বিপজ্জনক নয়।

Updated By: Dec 8, 2017, 04:57 PM IST
খালি হাতে ১২ ফুটের অজগর ধরে ভেলকি দেখালেন অধ্যাপক

নিজস্ব প্রতিবেদন : সাপ ধরার জন্য হাতে-কলমে কোনও প্রশিক্ষণ নেই। কলম, চক-ডাস্টার ছেড়ে অজগর ধরে ভেলকি দেখালেন এক অধ্যাপক। খালি হাতেই ১২ ফুটের অজগর ধরলেন এলাহাবাদের অধ্যাপক এনবি সিং।

এলাহাবাদের শ্যামাপ্রসাদ মুখার্জি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ভিতর বৃহস্পতিবার দেখতে পাওয়া যায় বিশাল অজগরটিকে। কলেজ ক্যাম্পাসের মধ্যে অজগর দেখে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। ঠিক তখনই এগিয়ে যান অধ্যাপক এনবি সিং। সাপ ধরার কোনও প্রশিক্ষণ না-থাকলেও রীতিমত কসরত করে খালি হাতেই ৪০ কিলোগ্রাম ওজনের অজগরটিকে ধরে ফেলেন তিনি। পরে সেটিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, সিনেমার মত সহজে টাকা পাওয়ার জন্য শিশুকে অপহরণ কিশোরের, পরে খুন

উপস্থিত পড়ুয়াদের মধ্যে কেউ অধ্যাপকের সাপ ধরার পর্বটির ভিডিও ধারণ করেন। সেই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই তিনি সাপটি ধরেছেন বলে জানিয়েছেন ওই অধ্যাপক। একইসঙ্গে তাঁর বক্তব্য, বিরক্ত না করলে 'অজগর এমনিতে বিপজ্জনক নয়।'

দেখুন সেই ভিডিওটি-

.