সেন্সর বোর্ড সিইও রাকেশ কুমারের লকারে কোটি টাকার গয়না পেল সিবিআই

Updated By: Aug 21, 2014, 08:58 PM IST
সেন্সর বোর্ড সিইও রাকেশ কুমারের লকারে কোটি টাকার গয়না পেল সিবিআই

ঘুষ নেওয়ার অভিযোগে সোমবারই সেন্সর বোর্ডের প্রাক্তন সিইও রাকেশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। বুধবার তাঁর লকার খুলে ২ কেজি সোনা ও হিরের গয়না পেল সিবিআই। যার আনুমানিক মূল্য ৬৫ লক্ষ। সেইসঙ্গেই পাওয়া গিয়েছে ৬টি সম্পত্তির নথিও। পাওয়া গিয়েছে ১০.৫ লক্ষ টাকাও।

ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের ওপর তৈরি পঞ্জাবি ছবি মুক্তির অনুমতি দিতে ৭০,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাকেশ কুমারকে। গত জানুয়ারি মাসে সেন্সর বোর্ডের সিইও নিয়োগ করা হয় রাকেশ কুমারকে। তাঁর সঙ্গেই জিজ্ঞাসাবাদের জন্য কিছু বলিউড পরিচালক ও ডিস্ট্রিবিউটরকেও আটক করেছে সিবিআই।

এরমধ্যেই রাকেশ কুমারকে বহিষ্কার করেছে সেন্সর বোর্ড। চিলড্রেন ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার সিইও শ্রবণ কুমার সেন্সর বোর্ডের সিইও-র দায়িত্ব নেবেন।

 

.