কালীপুজোর দিনে ছুটি, এতেও অন্য গন্ধ?

Updated By: Nov 10, 2015, 06:57 PM IST
কালীপুজোর দিনে ছুটি, এতেও অন্য গন্ধ?

কেন্দ্রীয় সরকারের ছুটির দিনপঞ্জি অনুযায়ী কালীপুজো জাতীয ছিটির দিন নয়। একমাত্র দীপাবলিই সরকারি ভাবে 'ন্যাশনাল হলিডে'। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১০ নভেম্বর 'সরকারি ছুটি'। দীপাবলিকে ন্যাশনাল হলিডে ধার্য করা হলেও বাংলায় নেই সেই রীতি রেওয়াজ।  

ভারতের পশ্চিম সীমান্তের পার্শবর্তী দেশ বাংলাদেশে কালীপুজোর দিন কেবল হিন্দুদের জন্য ছুটি মঞ্জুর করা হয়। সেখানে দীপাবলির জন্য আলাদা করে সরকারি ছুটি থাকে না। পশ্চিমবঙ্গেও আলাদা করে দীপাবলির ছুটি নেই। ১০ নভেম্বর ও ১১ নভেম্বর ছুটি আছে অবশ্যই কিন্তু তা দীপাবলির জন্য সেটা উল্লেখিত নেই। একদিন পুজো ও অন্যদিন প্রতিমা নিরঞ্জনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কালীপুজো নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের টুইট নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

তিনটি টুইটের একটিতে তিনি লিখেছেন কালী পুজোর সময় আমাদের সব নিয়ম মেনে চলা উচিত। অন্য আরও একটি টুইটে তিনি লেখেন, দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পর আমরা কালী বন্দনায় নিয়োজিত। কালীর বিভিন্ন রূপ নিয়েও তিনি টুইটে লেখেন।

 

.