পুলওয়ামার শহিদের কফিন কাঁধে বইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, দেখুন ভিডিয়ো
চোখের জলে শহিদদের শেষ বিদায়।
নিজস্ব প্রতিবেদন: চোখের জলে পুলওয়ামার শহিদদের বিদায় জানাচ্ছে গোটা দেশ। এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানান হয় শহিদের। এদিন শহিদের কফিন কাঁধে নিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।
#WATCH: Home Minister Rajnath Singh and J&K DGP Dilbagh Singh lend a shoulder to mortal remains of a CRPF soldier in Budgam. #PulwamaAttack pic.twitter.com/CN4pfBsoVr
— ANI (@ANI) February 15, 2019
এদিন বেলায় পুলওয়ামায় পৌঁছন রাজনাথ সিং। শহিদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক ও সেনার উত্তর কম্যান্ডের প্রধান লেফট্যানেন্ট রণবীর সিং।
#WATCH Union Home Minister Rajnath Singh, J&K Governor Satya Pal Malik and Army's Northern Command chief Lt Gen Ranbir Singh in Budgam, pay tribute to CRPF personnel who lost their lives in #PulwamaAttack pic.twitter.com/woCNZNGvzS
— ANI (@ANI) February 15, 2019
বৃহস্পতিবার দুপুরে সাড়ে ৩টে নাগাদ পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ। ৩৫০ কেজি বিস্ফোরকবোঝাই এসইউভি নিয়ে এসে জঙ্গি আদিল আহমেদ ধাক্কা মারে কনভয়ের একটি গাড়িতে। বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। গাড়ি হামলার পরই গ্রেনেড, গুলিও ছোঁড়া হয় কনভয় লক্ষ্য করে। ভয়াবহ এই হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। তবে সরকারি তরফে দাবি করা হয়েছে, শহিদ হয়েছেন ৪০ জন জওয়ান। এরমধ্যে ৩৬ জন জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে। বাকি ৪ জনের দেহ শনাক্ত হয়নি।
আরও পড়ুন- পাকিস্তানের করাচিতে সাহিত্য উত্সবের আমন্ত্রণ ফেরালেন জাভেদ - শাবানা