রক্তের রাজনীতি করছে বিজেপি, ভোটপ্রচারে রাহুল সুর সপ্তমে তুললেন
রক্তের রাজনীতি করছে বিজেপি। আজ দেরাদুনে ভোটপ্রচারে গিয়ে এমনই তোপ দাগলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। পাল্টা আক্রমণে বিজেপি বলছে, বিষের চাষ, রক্তের রাজনীতি বা মওত কা সওদাগরের মতো কথা বলে আর মানুষকে ভুল বোঝানো যাবে না।
রক্তের রাজনীতি করছে বিজেপি। আজ দেরাদুনে ভোটপ্রচারে গিয়ে এমনই তোপ দাগলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। পাল্টা আক্রমণে বিজেপি বলছে, বিষের চাষ, রক্তের রাজনীতি বা মওত কা সওদাগরের মতো কথা বলে আর মানুষকে ভুল বোঝানো যাবে না।
বিষ তরজায় ইতিমধ্যেই তোলপাড় জাতীয় রাজনীতি। সোনিয়া গান্ধীর ইটের জবাব পাটকেলে বহুবার দিয়েই ভোটপ্রচার সরগরম করে দিয়েছেন নরেন্দ্র মোদী। ময়দানে এবার রাহুল গান্ধী। তাঁর নিশানাতেও স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীই। নাম না করেই কংগ্রেস সহ সভাপতি বললেন রক্তের রাজনীতি করে বিজেপি। পাল্টা জবাবটা দিতে সময় নষ্ট করেনি বিজেপিও।
দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। খড়কুটো এখন পাল্টা তোপ। সেটাকে আঁকড়েই তাই মুখ খুলছেন রাহুল গান্ধীরা। দেরাদুনে কংগ্রেস সহ সভাপতির অভিযোগ, কর্নাটক, গুজরাট, মধ্যপ্রদেশের দুর্নীতি নিয়ে টুঁ শব্দটি খরচ করে না বিজেপি। প্রধান বিরোধী দল অবশ্য বলছে, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও।