মোদীর গুজরাতে রাহুল, মহাত্মা গান্ধীর আর্দশ নষ্ট করার জন্য দায়ি করলেন আরএসএসকে

গুজরাতে দাঁড়িয়েই নরেন্দ্র মোদীকে ঠুকলেন রাহুল গান্ধী। মহাত্মার আদর্শের হত্যার জন্য দায়ী করলেন আরএসএসকে। শুধু তাই নয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি নির্মানের প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেসের সহ সভাপতি। প্রশ্ন তোলেন, মানুষ যেখানে সর্দার প্যাটেলের নীতি সম্পর্কে অবগত নয়, সেখানে কেনই বা তাঁর মূর্তি নির্মান?

Updated By: Feb 8, 2014, 04:06 PM IST

গুজরাতে দাঁড়িয়েই নরেন্দ্র মোদীকে ঠুকলেন রাহুল গান্ধী। মহাত্মার আদর্শের হত্যার জন্য দায়ী করলেন আরএসএসকে। শুধু তাই নয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি নির্মানের প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেসের সহ সভাপতি। প্রশ্ন তোলেন, মানুষ যেখানে সর্দার প্যাটেলের নীতি সম্পর্কে অবগত নয়, সেখানে কেনই বা তাঁর মূর্তি নির্মান?

এরপর আসেন গুজরাতের দুর্নীতি প্রসঙ্গে। অভিযোগ ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপার্থী নরেন্দ্র মোদী নিজের রাজ্যের দুর্নীতি দেখতে পারছেন না। তিনি বলেন, "যদি বিজেপি দুর্নীতি বিরোধী হয়, তাহলে তারা কেন সংসদের দুর্নীতি বিরোধী বিলগুলিকে সমর্থন করছে না?" গত ন`বছর গুজরাত সরকার লোকায়ুত্ত নিয়োগ না করা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।

আদিবাসী অধ্যুষিত বরদোলিতে কংগ্রেস সহসভাপি গরিবের মন ছোঁয়ার চেষ্টা করেন। বলেন, কংগ্রেস চেষ্টা করে দারিদ্র দূর করতে, অন্যদের চেষ্টা দরিদ্রদের দূর করা। নির্বাচনি প্রচারে এসে রাহুল বলেন, "মনরেগা প্রকল্পে কংগ্রেস সরকার গরিবদের উন্নয়ন করার চেষ্টা করছে। কিন্তু গুজরাত সরকার গরিবের কথা শুনছে।" মোদী সরকারের জমানায় ১৫ হাজার স্কুল ও ৫৫ হাজার শিল্প বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন রাহুল।

.