মোদী সরকার-আরএসএস-কে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের তুলনা টানলেন রাহুল

''এমনটা পাকিস্তানেও হয় না'', কর্ণাটকের প্রসঙ্গ তুলে ছত্তিসগঢ়ের একটি সভায় বললেন রাহুল গান্ধী। 

Updated By: May 17, 2018, 03:49 PM IST
মোদী সরকার-আরএসএস-কে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের তুলনা টানলেন রাহুল

নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের তুলনা টানলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্ণাটকের প্রসঙ্গ তুলে বৃহস্পতিবার ছত্তিসগঢ়ের একটি সভায় তিনি বলেন, ''এমনটা পাকিস্তানেও হয় না।''

এদিন দুপুরে ছত্তিসগঢ়ের সভায় রাহুল গান্ধী বলেন, '' এটা পাকিস্তান ও আফ্রিকাতে হয়। ৭০ বছরে এই প্রথম হল ভারতে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কব্জা করছে আরএসএস। এমনটা পাকিস্তানেও হয় না। আজ সংবিধানের উপরে আঘাত হানা হচ্ছে। কর্ণাটকে একদিকে রাজ্যপাল, উলটো দিকে দাঁড়িয়ে আছেন বিধায়করা। তাদের বিধায়কদের ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জেডিএস।''

রাহুল আরও বলেন,''বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এমনকি বিজেপির সাংসদরাও ভয়ের মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রীর সামনে একটাও শব্দ বলতে পারেন না তাঁরা। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছে আরএসএস।''

বৃহস্পতিবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএস ইয়েদুরাপ্পা। তারপরই টুইটারে রাহুল লেখেন,''কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে সরকার গঠনে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সংবিধানকে নিয়ে তামাশা করছে তারা।''

 

রাহুলকে পাল্টা বিঁধেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। টুইটারে তিনি লেখেন,''কর্ণাটকের মানুষের জন্য নয়, রাজনৈতিক স্বার্থে জেডিএস-কে 'সুবিধাবাদী' প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। তখনই গণতন্ত্রের হত্যা হয়েছিল। কংগ্রেস সভাপতি নিজেদের উজ্জ্বল ইতিহাস ভুলে যাবেন না। জরুরি অবস্থা জারি, অনুচ্ছেদ ৩৫৬-র অপব্যবহার এবং সংবাদমাধ্যম, আদালত ও সাধারণের কণ্ঠরোধ করার ঐতিহ্য বহন করছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন- বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের

.