জোর করে হাত চিহ্নে ভোট দেওয়ানোর অভিযোগ তুললেন বৃদ্ধা, কমিশনের দ্বারস্থ স্মৃতি

উল্লেখ্য, ওই ভিডিয়োয় এক বৃদ্ধাকে বলতে শোনা গিয়েছে, পদ্মফুলে বোতাম টেপার ইচ্ছা ছিল। কিন্তু জোর করে তাঁকে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে বৃদ্ধার অভিযোগ

Updated By: May 6, 2019, 02:18 PM IST
জোর করে হাত চিহ্নে ভোট দেওয়ানোর অভিযোগ তুললেন বৃদ্ধা, কমিশনের দ্বারস্থ স্মৃতি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করলেন অমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। একটি ভিডিয়ো টুইট করে স্মৃতি জানান, নির্বাচন কমিশনের কাছে বুথ দখলের অভিযোগ করা হয়েছে। তাঁর অভিযোগ, দেশের জনতা ঠিক করবে কাকে ভোট দেবে, কিন্তু এ ধরনের রাজনীতিতে রাহুল গান্ধীর শাস্তি হওয়া উচিত।

উল্লেখ্য, ওই ভিডিয়োয় এক বৃদ্ধাকে বলতে শোনা গিয়েছে, পদ্মফুলে বোতাম টেপার ইচ্ছা ছিল। কিন্তু জোর করে তাঁকে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে বৃদ্ধার অভিযোগ। পাশপাশি, রাহুল গান্ধীর বিরুদ্ধে আরও অভিযোগ, আয়ুষ্মান ভারতের কার্ড থাকা সত্ত্বেও এক ব্যক্তির চিকিত্সার দায়িত্ব নেয়নি অমেঠির হাসপাতাল। শেষমেশ মৃত্যু হয় ওই ব্যক্তির। স্মৃতির অভিযোগ, ওই হাসপাতালের বোর্ড সদস্য রাহুল গান্ধী।

আরও পড়ুন- কলাইকুন্ডায় মিটিংয়ে ডাকছেন, আমরা চাকর-বাকর! এত সাহস কোথা থেকে আসে? পাল্টা মমতার

২০১৪ সালে অমেঠিতে রাহুল গান্ধীর বিপক্ষে দাঁড়িয়ে হারতে হয় কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিকে। তবে, প্রায় ২৮ শতাংশ ভোট বৃদ্ধি পায় বিজেপির। ২০০৪ সাল থেকে ওই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। এ বারের নির্বাচনে অমেঠি ছাড়াও কেরলের ওয়াইনাড থেকে লড়ছেন তিনি। দুই কেন্দ্র থেকে রাহুলের লড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই সমালোচনায় সরব হয় বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ, ভয় পেয়ে সংখ্যালঘু কেন্দ্রে লড়তে যাচ্ছেন রাহুল। গান্ধী পরিবারের দুর্গ অমেঠিতে বিজেপির প্রভাব বাড়ায় অন্য কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত রাহুলের, অভিযোগ স্মৃতি ইরানির-ও। অমেঠিতে রাহুল আসেন না বলে অভিযোগ করেন স্মৃতি।

.