উত্তরপ্রদেশে ভোট বিপর্যয়ের পর্যালোচনা শুরু রাহুলের

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির ময়নাতদন্ত শুরু করলেন রাহুল গান্ধী। এবং তাত্‍পর্যপূর্ণ তা শুরু করলেন নিজের `রাজনৈতিক পরামর্শদাতা` দিগ্বিজয় সিংয়ের অনুপস্থিতিতে।

Updated By: Apr 5, 2012, 12:25 PM IST

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির ময়নাতদন্ত শুরু করলেন রাহুল গান্ধী। এবং তাত্‍পর্যপূর্ণ তা শুরু করলেন নিজের `রাজনৈতিক পরামর্শদাতা` দিগ্বিজয় সিংয়ের অনুপস্থিতিতে।
৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার সদ্যসমাপ্ত নির্বাচনে মাত্র ২৮টিতে জিতেছে কংগ্রেস। জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকদল পেয়েছে ৯টি। অঙ্কের হিসেবে ২০০৭ সালের তুলনায় ৬ শতাংশ ভোট বাড়লেও সামগ্রিকভাবে ২৪ আকবর রোডের নীতিনির্ধারকদের কাছে এই ফলাফল অত্যন্ত হতাশাজনক। কারণ, ২০০৯ সালের লোকসভা ভোটে রাজ্যের মোট ৮০টি আসনের মধ্যে ২২টিতে জিতেছিল কংগ্রেস। সেই হিসেবে অন্তত ৯৪টি বিধানসভা আসনে জেতার কথা ছিল `হাত` চিহ্নের প্রার্থীদের।
গত ৬ মার্চ বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর মিডিয়ার মুখোমুখি হয়ে গোবলয়ের হৃদয়পুরে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়েছিলেন নেহরু-গান্ধী পরিবারের প্রজন্মের রাজনীতিক। যদিও কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রভাবশালী অংশের দাবি রাহুল নয়, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংয়ের ভুল প্রার্থী নির্বাচনের কারণেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের। রাহুল গান্ধীর প্রচারে জনতার সাড়া মিললেও উপযুক্ত সাংগঠনিক শক্তির ভাবে ইভিএম-এ তার প্রতিফলন ঘটানো যায়নি।
এই প্রেক্ষিতে দিগ্বিজয়ের বিদেশ সফরের সময় উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে জয়ী ও পরাজিত প্রার্থীদের সঙ্গে দিল্লিতে রাহুল গান্ধীর বৈঠকের ঘটনা যথেষ্ট অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২৮টি আসনে জেতার পাশাপাশি উত্তরপ্রদেশের ১৬০টি বিধানসভা কেন্দ্রে ২০,০০০-এর বেশি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা। আজ থেকে শুরু হওয়া বৈঠকে তাঁদেরও আমন্ত্রণ জানান হয়েছে। এআইসিসি সূত্রে জানান হয়েছে, পরবর্তী পর্যায়ে অন্যান্য পরাজিত প্রার্থীদের সঙ্গেও এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও ভোটের ফলাফল পর্যালোচনা করবেন রাহুল গান্ধী।

.