রেল বাজেটে কী কী নতুন ঘোষণা যা আপনার দারুণ কাজে লাগবে
১) মহিলাদের জন্যে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সুবিধা। মহিলা যাত্রীদের নিরাপত্তায় হেল্পলাইন নম্বর ১৮২।
২) শিশুদের জন্য বেবি ফুড ও গরম জলের ব্যবস্থা চালু হতে চলেছে।
৩) যাত্রীচাপ কমাতে কিছু রুটে অন্ত্যোদয় এক্সপ্রেস। ট্রেনটি হবে পুরোপুরি অসংরক্ষিত।
৪) চালু হচ্ছে হামসফর, তেজস, উদয় নামের তিনটি নতুন ট্রেন। উদয়, ডবল ডেকর এসি শুধু রাতে চলবে। তেজসের গতিবেগ হবে ঘন্টায় ১৩০ কিলোমিটার
৫) টিকিটে বার কোড থাকবে।
৬) ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসের মধ্যে।
৭) খরচ কমাতে ট্রেনে চালু হচ্ছে সৌরআলো
৮) ২০টি স্টেশনে বিজ্ঞাপন দিয়ে আয়ের ব্যবস্থা।
৯) ট্রেনে বিনোদনের জন্যে চলবে এফএম রেডিও
১০) দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত দুটি করে অসংরক্ষিত কামরা
১১) ২০০০ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণ করা হবে
১২) যাত্রীবাহী ট্রেনের গড় গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার করার লক্ষ্য।
১৩) একটি SMS করেই কামরা ও টয়লেট পরিস্কার করার অনুরোধ করতে পারবেন যাত্রীরা। ১৭ হাজার বায়ো টয়লেট তৈরি করা হবে ট্রেনে।
১৪) ১০০টি স্টেশনে WiFi চালু হয়ে যাচ্ছে। Google-এর সহযোগিতায় সামনে বছর ৪০০টি স্টেশনে WiFi থাকবে।
১৫) জেনারেল কামরাতেও মোবাইল চার্জ দেওয়ার সুবিধা