ট্রেন ছাড়ার আগেই লোকালের দরজায় জ্বলবে আলো, দুর্ঘটনা কমাতে উদ্যোগী রেল

রবিবার সকালে লোকাল ট্রেনের দরজায় সেন্সরযুক্ত আলোর কার্যকারিতা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুম্বইয়ে আপাতত চালু হয়েছে ওই পরিষেবা।

Updated By: Jan 13, 2019, 12:27 PM IST
ট্রেন ছাড়ার আগেই লোকালের দরজায় জ্বলবে আলো, দুর্ঘটনা কমাতে উদ্যোগী রেল

নিজস্ব প্রতিবেদন:  লোকাল ট্রেন। স্টেশনে সাধারণত দাঁড়ায় এক মিনিটেরও কম সময়। তার মধ্যেই যাত্রীদের ওঠা-নামা করতে হয়। তার জেরে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুন: ভয়ঙ্কর! বয়ান বদলাতে না চাওয়ায় ধর্ষিতাকে বিষপানে বাধ্য করল অভিযুক্ত

কখনও ট্রেন থেকে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। আবার কখনও কখনও স্টেশনে পড়ে দুর্ঘটনায় গুরুতর জখম হতে দেখা যায় যাত্রীদের। আর এই ধরনের দুর্ঘটনা ঘিরে মাঝেমধ্যেই ধুন্ধুমার বাঁধে বিভিন্ন স্টেশনে।

এবার যাত্রী-সুরক্ষায় নতুন ব্যবস্থা নিল ভারতীয় রেল। লোকাল ট্রেনের দরজায় এক ধরনের সেন্সরযুক্ত আলোর ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। যা ট্রেন ছাড়ার সময় জ্বলে উঠবে। তার জেরেই স্টেশনে থাকা যাত্রীরা বুঝতে পারবেন ট্রেন ছাড়তে চলেছে।

দেখুন সেই ভিডিও:

 

রবিবার সকালে লোকাল ট্রেনের দরজায় সেন্সরযুক্ত আলোর কার্যকারিতা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুম্বইয়ে আপাতত চালু হয়েছে ওই পরিষেবা।

আরও পড়ুন: কুলগামে এনকাউন্টারে খতম আল-বদরের আইইডি বিশেষজ্ঞ জিনাত

রেল কর্তৃপক্ষের অনুমান, এর ফলে দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে। আগামিদিনে সর্বত্র এই পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে খবর।

.