রেলগেট কাণ্ড: সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে বনশল

তাঁর ভাগ্নে ঘুষ নিয়েছেন। অথচ তিনি নিজে রেলমন্ত্রী হয়েও কিছুই জানতেন না। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের এই দাবি মানতে নারাজ সিবিআই। তাই রেলে পদোন্নতিতে ঘুষকাণ্ডে এবার বনশল সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন প্রাক্তন রেলমন্ত্রী। গতকালই সমন পাঠানো হয়েছিল তাঁকে।

Updated By: Jun 4, 2013, 02:39 PM IST

তাঁর ভাগ্নে ঘুষ নিয়েছেন। অথচ তিনি নিজে রেলমন্ত্রী হয়েও কিছুই জানতেন না। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের এই দাবি মানতে নারাজ সিবিআই। তাই রেলে পদোন্নতিতে ঘুষকাণ্ডে এবার বনশল সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন প্রাক্তন রেলমন্ত্রী। গতকালই সমন পাঠানো হয়েছিল তাঁকে।
ঘুষ নেওয়ার অভিযোগে চণ্ডীগড় থেকে গ্রেফতার হয়েছিলেন পবনকুমার বনসালের ভাগ্নে বিজয় কুমার সিংগলা। অভিযোগ, পদোন্নতির জন্য রেলওয়ে বোর্ডের এক সদস্য মহেশ কুমারের থেকে নব্বই লক্ষ টাকা ঘুষ নেন তিনি। খোদ রেলমন্ত্রীর আত্মীয় ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ায় অস্বস্তিতে পড়ে কংগ্রেস। ঘটনার জেরে শেষপর্যন্ত রেলমন্ত্রীর পদ ছাড়তে হয় পবনকুমার বনশালকে।

.