রেল বাজেট ২০১৫, জনপ্রিয়তার পথ ছেড়ে যাত্রী স্বাচ্ছন্দে নজর সরকারের
ভারতীয় রেলের কর্মপদ্ধতির খোলনলচে বদলে ফেলতে চান কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু। ২০১৫ সালের রেল বাজেটে 'জনপ্রিয়তার' পথ ত্যাগ করার ইঙ্গিত দিলেন তিনি।
নয়া দিল্লি: ভারতীয় রেলের কর্মপদ্ধতির খোলনলচে বদলে ফেলতে চান কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু। ২০১৫ সালের রেল বাজেটে 'জনপ্রিয়তার' পথ ত্যাগ করার ইঙ্গিত দিলেন তিনি।
সূত্রে খবর, এনডিএ সরকারের দ্বিতীয় রেলবাজেট জনপ্রিয়তার পথ ছেড়ে যাত্রী স্বাচ্ছন্দ্য ও সামগ্রিক সুরক্ষার দিকে বেশি নজর দেবে।
ব্যবসায়িক উন্নতির দিকেও সুরেশ প্রভুর তীক্ষ্ণ নজর। রেল ভবনের দায়িত্ব নেওয়ার দু'মাসের মধ্যে তিনি ইতিমধ্যে ৭টি কমিটি গঠন করে ফেলেছেন। ভারতীয় রেলের আর্থিক স্বাস্থ্য বৃদ্ধি, রাজস্ব বৃদ্ধি সঙ্গে সামগ্রিকভাবেই রেলওয়ের পুনর্গঠনে আগ্রহী তিনি।
এইবারের বাজেটে রেলওয়ের বিবিধ প্রকল্পে কিভাবে টাকা আসবে সেই বিষয়ে নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। নতুন কোনও প্রকল্প ঘোষণা করার থেকে পুরনো প্রকল্পগুলোর রূপায়ণে সরকার বেশি উদ্যোগী হবে। যদিও, অর্থাভাব চিন্তায় রাখছে সরকারকে। নয়া বাজেটে রেলের ভাড়া বৃদ্ধিরও সম্ভাবনা থাকছে বলে মনে করা হচ্ছে।