বেলাইন যাত্রী সুরক্ষার হাল ফেরাতে সোচ্চার রেলকর্মীরা
রেলকর্মীদের দাবি না মানলে এবার লাগাতার রেল ধর্মঘটের হুমকি দিল রেলের শ্রমিক সংগঠনগুলি। মঙ্গলবার দেশজুড়ে অনশন কর্মসূচিতে অংশ নেন প্রায় কয়েকলক্ষ রেলকর্মী। কলকাতাতেও শিয়ালদা ফেয়ারলি সহ বিভিন্ন রেল দফতরের সামনে অনশন করেন কর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান উঠেছে হয় রেল বোর্ড নীতি বদলাক, নাহলে স্তব্ধ হবে রেলের চাকা।
রেলকর্মীদের দাবি না মানলে এবার লাগাতার রেল ধর্মঘটের হুমকি দিল রেলের শ্রমিক সংগঠনগুলি। মঙ্গলবার দেশজুড়ে অনশন কর্মসূচিতে অংশ নেন প্রায় কয়েকলক্ষ রেলকর্মী। কলকাতাতেও শিয়ালদা ফেয়ারলি সহ বিভিন্ন রেল দফতরের সামনে অনশন করেন কর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান উঠেছে হয় রেল বোর্ড নীতি বদলাক, নাহলে স্তব্ধ হবে রেলের চাকা।
রেলওয়ে মেনস ইউনিয়নের ডাকে অনশন কর্মসূচি। দেশজুড়ে কয়েকলক্ষ রেলকর্মী বিক্ষোভে সামিল। তাঁদের দাবি, বাড়াতে হবে যাত্রী সুরক্ষা। পূরণ করতে হবে রেলকর্মীদের দাবিদাওয়া।
বেলা যত বেড়েছে প্রশাসনের হুমকিকে উপেক্ষা করে তত ভিড় বেড়েছে বিক্ষোভ সমাবেশে। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে অনশন কর্মসূচিতে কর্মীদের উপস্থিতি রীতিমতো নজরকাড়া। ফেয়ারলির সামনে বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি রাজ্য সরকার। কিন্তু তাতেও পিছু হঠার জায়গা নেই। পুলিশের বাধাকে উপেক্ষা করে বিক্ষোভ দেখান রেলকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়েছে দাবি মানা না হলে প্রয়োজনে লাগাতার ধর্মঘট।
গত তিনবছরে মন্ত্রী বদল হয়েছে চারবার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, তখন রেল ছিল রীতিমতন লাভজনক মন্ত্রক। আর তিনবছর পর রেলের ভাঁড়ে মা ভবানী। প্রতিশ্রুতি থাকলেও পূরণ হয়নি কর্মীদের কোনও দাবি। এই অবস্থায় রেলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব ঘোষণা করেছে দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘট।