দুরপাল্লার ট্রেনে বাড়তে চলেছে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা
এবার থেকে দুরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়ানো হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। গত অর্থবর্ষে ট্রেনে চলাচলকারী যাত্রীদের মোট ১৭ শতাংশ পরিবহণ করেছে এসি থ্রি টিয়ার কোচ।
ওয়েব ডেস্ক : এবার থেকে দুরপাল্লার ট্রেনে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়ানো হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। গত অর্থবর্ষে ট্রেনে চলাচলকারী যাত্রীদের মোট ১৭ শতাংশ পরিবহণ করেছে এসি থ্রি টিয়ার কোচ।
আরও পড়ুন- শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দিদি ও জামাইবাবু
সম্প্রতি ভারতের একাধিক রুটে হামসফর এক্সপ্রেস চালু করেছে রেল। গোটা ট্রেনটিতেই রয়েছে শুধু এসি থ্রি টিয়ার কোচ। আর চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যথেষ্ট জনপ্রিয় হামসফর এক্সপ্রেস। এছাড়াও, দুরপাল্লার অনেক ট্রেনেই এসি থ্রি টিয়ারে বাড়ছে চাহিদা। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার তাই আস্তে আস্তে দুরপাল্লার ট্রেনে বাড়ানো হবে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা।
রেলের তথ্য অনুসারে গত অর্থবর্ষে এসি থ্রি টিয়ার থেকে আয় বেড়ে ৩২.৬০ শতাংশ থেকে হয়েছে ৩৩.৬৫ শতাংশ। আর তাতেই নতুন করে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।