কিডনির সমস্যায় ভুগছিলেন রাজন, তাই ধরা দিলেন পুলিসের হাতে
ছোটা রাজন গ্রেফতারের পিছনে উঠে এল এক অন্যরকম চাঞ্চল্যকর তথ্য। কিডনির সমস্যায় ভুগছেন দাউদ দুশমন। এই সমস্যার জেরেই পুলিসের হাতে ধরা দিল ছোটা রাজন।
![কিডনির সমস্যায় ভুগছিলেন রাজন, তাই ধরা দিলেন পুলিসের হাতে কিডনির সমস্যায় ভুগছিলেন রাজন, তাই ধরা দিলেন পুলিসের হাতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/04/44523-rajan.jpg)
ওয়েব ডেস্ক: ছোটা রাজন গ্রেফতারের পিছনে উঠে এল এক অন্যরকম চাঞ্চল্যকর তথ্য। কিডনির সমস্যায় ভুগছেন দাউদ দুশমন। এই সমস্যার জেরেই পুলিসের হাতে ধরা দিল ছোটা রাজন।
সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রাজন। ৫৫ বছর বয়সী এই মাফিয়া ডনকে তাঁর এক আত্মীয় নিজের কিডনি দান করবেন বলে ঠিক করেছিলেন। পুলিসের হিট লিষ্টে থাকার দরুণ কোনও ভাল হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারছিলেন না রাজন।
এর জন্যই কোনও পথ ঠিক করতে না পেরে পুলিসের হাতে ধরা দেওয়ার কথা মাথায় আসে তাঁর। এরপরই ইন্দোনেশিয়ার বালি থেকে রাজনকে গ্রেফতার করে পুলিস।