রাজস্থানে ৫০ আসনে বিজেপি-কংগ্রেসের ভাগ্য গড়ে দিতে পারে দলের বিদ্রোহীরা

রাজস্থানে চার মন্ত্রী-সহ ১১ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। এদিকে ভোট ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ওইসব নেতা এখন দলের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করছেন। অন্যদিকে, ঘরোয়া কোন্দলে জেরবার কংগ্রেস। তাদের ভালো ফলের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী নেতারা।

Updated By: Nov 24, 2018, 04:37 PM IST
রাজস্থানে ৫০ আসনে বিজেপি-কংগ্রেসের ভাগ্য গড়ে দিতে পারে দলের বিদ্রোহীরা

নিজস্ব প্রতিবেদন: রাজস্থানে চার মন্ত্রী-সহ ১১ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। এদিকে ভোট ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ওইসব নেতা এখন দলের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করছেন। অন্যদিকে, ঘরোয়া কোন্দলে জেরবার কংগ্রেস। তাদের ভালো ফলের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী নেতারা।

রাজ্যে ২০০ আসনের মধ্যে অন্তত ৫০ আসনে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। ফলে প্রবল চাপে কংগ্রেস ও বিজেপি। মারওয়ার আসেন বিজেপির মাথাব্যাথা এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র গোয়েল ও লক্ষ্মীনারায়ণ দাভে। মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ দিন পর্যন্ত এদের টলানো যায়নি। ফলে ওই আসনে এখন গোঁজ হয়ে দাঁড়িয়েছেন দুজন।

আরও পড়ুন-রাত ১০টা ২০-র ব্যান্ডেল লোকাল, চলন্ত ট্রেনে ফাঁকা মহিলা কামরায় শ্লীলতাহানির চেষ্টা

দিল্লির চাপেও রাজস্থানে বিজেপির কোন্দোল থামানো যায়নি। ফলে বাধ্য হয়েই ১১ নেতাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করতে হয়েছে বিজেপির শীর্য নেতৃত্বকে। সম্প্রতি বসুন্ধরা রাজে মন্ত্রিসভার মন্ত্রী সুরেন্দ্র গোয়েল ইস্তফা দিয়ে দেন। দল তাঁকে এবার টিকিট দিতে অস্বীকার করে। রাজ্য বিজেপি প্রধান মদনলাল সাইনিকে মাত্র ২ লাইনের একটি চিঠি লিখে তিনি দল ছেড়েছেন। ক্ষমতা দেখাতে তিনি এবার ভোটের লড়াইয়ে।

রাজ্যের বারমেঢ় আসন থেকে এবার বিজেপি টিকিট দেয়নি প্রিয়াঙ্কা চৌধুরিকে। পাশপাশি ছোটান আসন থেকেও টিকিট পাননি দলের নেতা তরুণ কাগা। এরা দুজনেই দল ছেড়েছেন তবে বিদ্রোহ করেননি। এরাও এবার ভোটারদের প্রভাবিত করবেন বলে মনে করা হচ্ছে। তবে খোদ মুখ্যমন্ত্রীই আসনেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন একদল নেতা। ফলে আশঙ্কার বিজেপি।

আরও পড়ুন-কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষে ২৫

একইরকম সমস্যায় রাজ্য কংগ্রেসও। প্রাক্তন বিধায়ক ভীমরাজ ভাতি, কুশবীর সিং, রাজেশ কামাওয়াত দলের বিরুদ্ধেই নির্দল হয়ে দাঁড়িয়েছন। তারা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। দলের জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে বিধায়ক কুম্ভ সিং পাটাওয়াত ও পাপ্পু সিং। প্রসঙ্গত, এবার রাজস্থানে ভালো ফল করার আশা করছে কংগ্রেস। কোনও কোনও প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছে বসুন্ধরা রাজে সরকারের রাজপাট এবার গুটিয়েও যেতে পারে। এরকম এক অবস্থায় দলীয় কোন্দলের জন্য জোর ধাক্কা খেতে হতে পারে কংগ্রেসকে।

.