WATCH | Kota: জীবন সঙ্গীকে সুস্থ করতে স্বামী নিলেন স্বেচ্ছাবসর! বিদায়ী অনুষ্ঠানে চির ঘুমের দেশে...

 Kota: কোটার একটি সংস্থায় ম্যানেজার পোস্টে চাকরি করতেন দেবেন্দ্র। তিন বছর আগেই স্বেচ্ছাবসরের আবেদন করেছিলেন। সেই মতন মঙ্গলবার অনুষ্ঠান শুরু হয়।  সহকর্মীদের জোরাজুরিতে স্বামী-স্ত্রী দু'জনেই গলায় ফুলের মালা পরেন।

Updated By: Dec 26, 2024, 01:12 PM IST
WATCH | Kota: জীবন সঙ্গীকে সুস্থ করতে স্বামী নিলেন স্বেচ্ছাবসর! বিদায়ী অনুষ্ঠানে চির ঘুমের দেশে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৫০ বছরের টিনা সন্দল বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। ইদানিং প্রচণ্ড পরিমাণে সমস্যা বেড়ে যায় তাঁর। মূলত হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মহিলা। এবং তাঁর দেখাশোনা করবেন বলে তিন বছর বাকি থাকতেই স্বেচ্ছাবসরের আবেদন করেছিলেন দেবেন্দ্র সন্দল। মঙ্গলবার ছিল তাঁর কাজের শেষ দিন। 

সহকর্মীদের অনেকেরই মনখারাপ। কিন্তু হাসিখুশি মেজাজেই ছিলেন দেবেন্দ্র। কারণ অবশেষে কাজ থেকে অবসর নিয়ে নিজের স্ত্রীকে পূর্ণ সময় দিতে পারবেন। 

আরও পড়ুন: Rule Change in 2025: গ্যাস থেকে গাড়ির দাম, পেনশন থেকে এফডি, নতুন বছরে বদলে যাচ্ছে ৬ নিয়ম

কোটার একটি সংস্থায় ম্যানেজার পোস্টে চাকরি করতেন দেবেন্দ্র। তিন বছর আগেই স্বেচ্ছাবসরের আবেদন করেছিলেন। সেই মতন মঙ্গলবার অনুষ্ঠান শুরু হয়।  সহকর্মীদের জোরাজুরিতে স্বামী-স্ত্রী দু'জনেই গলায় ফুলের মালা পরেন। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। স্বামীর চাকরির শেষ দিনে তাঁর সহকর্মীরা পুরনো কথাবার্তা বলছিলেন। সে সব শুনতে শুনতে চেয়ারে বসে হাততালি দিচ্ছিলেন টিনা। আচমকা ছন্দপতন।

হঠাৎ অসুস্থ বোধ করায় স্বামীকে ইশারা করে ডাকেন টিনা। দেবেন্দ্র কাছে যেতেই তিনি বলেন, 'মাথাটা ঘুরছে।' সহকর্মীরা হুড়োহুড়ি শুরু করে। চিৎকার চেঁচামেচি। দেবেন্দ্র বারবার জিজ্ঞেস করছেন 'কী হল তোমার?' সেই বলতে বলতেই সবশেষ! তড়িঘড়ি এক চিকিৎসককে ডেকে আনা হয়েছিল। তিনি মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।        

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.