অর্ডিন্যান্স সম্পর্কিত মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমা প্রার্থনা দাবি করলেন রাজনাথ সিং
অর্ডিন্যান্স বিতর্কে কংগ্রেস বনাম বিজেপি শিবিরের তরজা তুঙ্গে। কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে আজ রাজনাথ সিং বলেছেন অর্ডিন্যান্স নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। এমনকী কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রাজনাথ সিং।
অর্ডিন্যান্স বিতর্কে কংগ্রেস বনাম বিজেপি শিবিরের তরজা তুঙ্গে। কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে আজ রাজনাথ সিং বলেছেন অর্ডিন্যান্স নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। এমনকী কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রাজনাথ সিং।
রাহুল গান্ধীর এই বিস্ফোরক মন্তব্যের জেরে প্রবল অস্বস্তিতে কংগ্রেস। রাজনৈতিক ফায়দা তুলতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। মন্তব্যের জন্য দেশবাসীর কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।
বিজেপির মধ্যে নেতৃত্বের সঙ্কটের অভিযোগ তুলে
বারবার সরব হয়েছে কংগ্রেস। সুযোগ পেয়ে কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।
কংগ্রেসের মধ্যে রাহুল গান্ধীর ছায়া বড় হয়ে উঠছে বলে মনে করেন অনেকেই। অর্ডিন্যান্স বিতর্ক এই বিষয়টিকে আরও সামনে এনে দিয়েছে। বিতর্ক ধামাচাপা দিতে মনমোহন সিংয়ের পাশে দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী। বুধবার অর্ডিন্যান্স নিয়ে বৈঠকে বসছেন মনমোহন সিং। বৈঠক করে কংগ্রেস কি ঘর গোছাতে পারবে,নাকি অর্ডিন্যান্স বাতিলের পথে হেঁটে ফের একবার মুখ পুড়বে কংগ্রেসের? ঘটনা যাই হেক, আক্রমণের ছুরিতে শান দিতে শুরু করেছে বিজেপি।