জানুন, জম্মু কাশ্মীরে ৪ দিনের সফরে গিয়ে কী বললেন রাজনাথ সিং
ওয়েব ডেস্ক: কাশ্মীরে শান্তি ফেরাতে যে কারও সঙ্গে খোলা মনে কথা বলতে প্রস্তুত তিনি। জম্মু কাশ্মীরে ৪ দিনের সফরে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। স্বরাষ্ট্রমন্ত্রীর কাশ্মীর সফরের মাঝেই সোপিয়ানে পুলিস-নিরাপত্তারক্ষী সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ ১জনের।জম্মু কাশ্মীরকে পুনরায় স্বর্গে পরিণত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভূস্বর্গ সফরে এসে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গির বুলেট পুলিস ও নিরাপত্তা বাহিনীর শরীরে আঘাত আনতে পারে। কিন্তু তাঁদের আত্মবিশ্বাস এবং মনোবলে দাগ কাটতে পারবে না। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। কাশ্মীরে শান্তি ফেরাতে যে কেউ তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন। তিনি প্রস্তুত। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আমি সবাইকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। যদি কারও কোনও অভিযোগ থাকে, আমি খোলা মনে তা শুনতে তৈরি। কাশ্মীরে হিংসা বন্ধ হবে এবং পুনরায় স্বর্গে পরিণত হবে। কোনও শক্তিই তা রুখতে পারবে না। হিংসা এবং রক্তপাত কমাতে উপত্যকার সব থানায় বুলেট প্রুফ গাড়ি এবং জ্যাকেট কেনার টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
আরও পড়ুন দুঃসাহসিক অভিযান, জলপথে বিশ্ব পরিক্রমা ভারতীয় নৌবাহিনীর মেয়েদের
স্বরাষ্ট্রমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফরের মাঝেই বনধ ডাকে বিচ্ছিন্নতাবাদীরা। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শনিবার রাত থেকে সোপিয়ানে যৌথ অভিযান শুরু করে পুলিস ও নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। ২ জঙ্গির মৃত্যু হয়। আত্মসমর্পণ করে ১ জঙ্গি। আদিল নামের ওই জঙ্গি এবছরের মে মাস থেকে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীতে নাম লেখায়। রবিবারAK 47 নিয়ে আত্মসমর্পণ করে সে। ইদানীংকালের মধ্যে কোনও জঙ্গির আত্মসমর্পণের ঘটনা এই প্রথম। এই ঘটনা খুবই তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আত্মসমর্পণের পরেই আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন ঢালাই চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল; মৃত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে