শেষ হল ৭২ বছরের অপেক্ষা, রাজ্যসভায় পাস হল দুঃস্থ জেনারেলদের জন্য সংরক্ষণ বিল

রাজ্যসভায় পাশ হয়ে গেল আর্থিক সংরক্ষণ বিল। 

Updated By: Jan 10, 2019, 12:02 AM IST
শেষ হল ৭২ বছরের অপেক্ষা, রাজ্যসভায় পাস হল দুঃস্থ জেনারেলদের জন্য সংরক্ষণ বিল

নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতার পর ইতিহাস রচনা হল বুধবার সন্ধেয়। রাজ্যসভায় পাশ হয়ে গেল আর্থিক সংরক্ষণ বিল। সংবিধান সংশোধনী বিলে ১৬৫টি ভোটে পাশ হয়ে গেল বিলটি। বিপক্ষে পড়েছে ৭টি ভোট। এই বিল পাশের ফলে উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বলরা এবার পেতে চলেছেন ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা।                
  

মঙ্গলবার বিলটি পাশ হয়ে ছিল লোকসভায়। ৫৪৩ সদস্যের লোকসভায় ৩২৩টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে পড়েছে ৩টি ভোট। স্বাধীন ভারতে প্রথমবার সংরক্ষণ হতে চলেছে আর্থিক মাপকাটিতে। উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক-যুবতীরাও এবার পাবেন সংরক্ষণের সুবিধা।

বুধবার বিলটি নিয়ে প্রায় ১০ ঘণ্টা বিতর্ক চলে রাজ্যসভায়। বিরোধীদের অভিযোগ, বিলটি নিয়ে ভোটের আগে তাড়াহুড়ো করছে বিজেপি সরকার। কিন্তু এই বিলের বিরোধিতা সোচ্চারে করলে উচ্চবর্ণের ভোট হারানোর আশঙ্কা থাকে। রাজ্যসভায় বিলটি পাশের পর তা যাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তাঁর স্বাক্ষরের পর আইনে পরিণত হবে নতুন সংবিধান সংশোধনী। 

আইনে পরিণত হলে, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম বা ৫ একরের কম কৃষি জমি থাকলে সংরক্ষণের সুবিধা পাবেন যুবক-যুবতীরা। এর ফলে সংরক্ষণ বেড়ে হতে চলেছে ৬০ শতাংশ। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা ৫০ শতাংশের বেশি হয়ে যাচ্ছে সংরক্ষণ।

.