মুম্বই গণধর্ষণ থেকে রামমন্দির ইস্যু, উত্তাল সংসদ মুলতুবি করা হল

পাঁচ বছর পর রামমন্দির ইস্যুতে উত্তাল হল সংসদ। বিশ্ব হিন্দু পরিষদের ৮৪ ক্রোশ যাত্রা নিয়ে সরকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদেরা। যার জেরে শুরুতেই মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। সাড়ে এগারোটায় ফের অধিবেশন শুরু হয়। কিন্তু হইহট্টগোলের জেরে ফের মুলতুবি করে দিতে হয় অধিবেশন। গতকাল অযোধ্যায় ভিএইচপির পরিক্রমা যাত্রা আটকে দেয় উত্তরপ্রদেশ সরকার। গ্রেফতার করা হয় ভিএইচপির দুই শীর্ষ নেতা অশোক সিঙ্ঘল এবং প্রবীণ তোগাড়িয়াকে। এদিন তাই সংসদ শুরু হওয়ার পরই উত্তর প্রদেশ সরকারের ভূমিকায় নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদেরা।

Updated By: Aug 26, 2013, 01:57 PM IST

পাঁচ বছর পর রামমন্দির ইস্যুতে উত্তাল হল সংসদ। বিশ্ব হিন্দু পরিষদের ৮৪ ক্রোশ যাত্রা নিয়ে সরকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদেরা। যার জেরে শুরুতেই মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। সাড়ে এগারোটায় ফের অধিবেশন শুরু হয়। কিন্তু হইহট্টগোলের জেরে ফের মুলতুবি করে দিতে হয় অধিবেশন। গতকাল অযোধ্যায় ভিএইচপির পরিক্রমা যাত্রা আটকে দেয় উত্তরপ্রদেশ সরকার। গ্রেফতার করা হয় ভিএইচপির দুই শীর্ষ নেতা অশোক সিঙ্ঘল এবং প্রবীণ তোগাড়িয়াকে। এদিন তাই সংসদ শুরু হওয়ার পরই উত্তর প্রদেশ সরকারের ভূমিকায় নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদেরা।
মুম্বই গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হল লোকসভা। বিরোধীদের চাপের মুখে ওই ঘটনায় শেষ পর্যন্ত বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দেন তিনি। ঘটনায় দোষীদের ফাঁসির দাবি তোলেন লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ।

.