সত্যিই কি আগামি বছর ২০০০ টাকার নোট আনছে RBI?
সোশ্যাল মিডিয়ায় গোলাপী রঙের ২ হাজার টাকার নোটের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ট্যুইটারের কিছু পোস্টে এমনটাই শোনা যাচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামি বছরে উচ্চমূল্যের এই নোট আনতে চলেছে।
ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় গোলাপী রঙের ২ হাজার টাকার নোটের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ট্যুইটারের কিছু পোস্টে এমনটাই শোনা যাচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামি বছরে উচ্চমূল্যের এই নোট আনতে চলেছে।
আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ হাজার টাকার নতুন নোটের পরিকল্পনা করেছিল। সেই নোট ছাপানোও হয়ে গিয়েছে। এখন শুধু সাধারণ মানুষের কাছে আসার অপেক্ষা। মজার ব্যাপার এই যে, ২ হাজার টাকার নতুন নোটে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর উর্জিত প্যাটেলের সই থাকবে।
তবে ট্যুইটারে ভাইরাল হওয়া ২ হাজার টাকার নোটের ছবিটি আসল নাকি নকল তা নিয়ে সংশয় রয়েছে। এও জানা গিয়েছে যে, যেহেতু নোট নকল হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে, তাই সাধারণ কোনও লেনদেনের ক্ষেত্রে এই নোট ব্যবহার করা হবে না।
আরও পড়ুন গোরক্ষপুর-বাদশাহনগর রুটে নতুন এক্সপ্রেস ট্রেন উদ্বোধন আজ