বঞ্চনার, লাঞ্ছনার রেল বাজেট দেখল বাংলা, বললেন মমতা

পেশ হল নতুন সরকারের প্রথম রেল বাজেট। স্বভাবতই অখুশি বিরোধীরা। হতাশ দেশবাসী। দেখে নেব বাজেটের পেশের পর ফেসবুক, টুইটারে কে কী বললেন-

Updated By: Jul 8, 2014, 04:37 PM IST

পেশ হল নতুন সরকারের প্রথম রেল বাজেট। স্বভাবতই অখুশি বিরোধীরা। হতাশ দেশবাসী। দেখে নেব বাজেটের পেশের পর ফেসবুক, টুইটারে কে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়--

এত বঞ্চনা, এত লাঞ্ছনা কখনও দেখেছেন কেউ? বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করেছে নতুন কেন্দ্রীয় সরকার।

লালুপ্রসাদ যাদব

সদানন্দ গৌড়া শুধু ওনাকে যা লিখে দেওয়া হয়েছিল তাই গড়গড় করে পড়ে গেলেন।

মনীশ তিওয়ারি

বাজেট শুনে মনে হল না এটা কোনও দেশের রেল বাজেট। মনে হল রেলের বেসরকারীকরণের ঘোষণা। এই বাজেট সাধারণ মানুষকে কাঁদানোর বাজেট।

অধীর রঞ্জন চৌধুরী

রেল ও সাধারণ মানুষের সামনে বড় বিপদ। এটা শুধুই পিপিপি, এফডিআই ও বেসরকারীকরণের বাজেট।

.