পেট্রোল-ডিজেলের দাম কমাতে আগামিকালই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

জিএসটির আওতায় আনা হতে পারে পেট্রোল-ডিজেলকে। 

Updated By: Jan 17, 2018, 07:11 PM IST
পেট্রোল-ডিজেলের দাম কমাতে আগামিকালই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারই কি জিএসটির আওতায় আসতে চলেছে পেট্রোল-ডিজেল। জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে সেই জল্পনা চরমে। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। বিভিন্ন মহল থেকে ইঙ্গিত মিলছে, জিএসটির আওতায় আনা হতে পারে পেট্রোল-ডিজেলকে। তা ঘোষণা করতে পারেন জেটলি। তবে সবটাই জল্পনার স্তরে। জিএসটির আওতায় এলে প্রত্যাশিতভাবেই এক লাফে অনেকটা দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের।

আরও পড়ুন- সুখোই ৩০-তে সওয়ার নির্মলা সীতারমন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। ভারতেও তেলের দর বাড়াতে বাধ্য হচ্ছে বিপণন সংস্থাগুলি।  সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের উপরে ভ্যাট কমানোর জন্য রাজ্যগুলির কাছে আবেদন করতে পারে কেন্দ্র। তারা শুল্কের হারও কমাতে পারে। ২০১৭ সালে অক্টোবরে লিটার পিছু ২ টাকা শুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।    
 

.