দিল্লিতে পরিবর্তনে অগ্রসর কংগ্রেস হাইকমান্ড
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে চলছে। মঙ্গলবার সকালে এই ইস্যুতে একাধিক বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী। পৃথীরাজ চহ্বন, গুলাম নবি আজাদ, এবং সিপি জোশীর সঙ্গে বৈঠক করেন সোনিয়া গান্ধী। এব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। কংগ্রেস সূত্রে খবর বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জম্মু-কাশ্মীর সফরে যাওয়ার আগেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় হাইকমান্ড।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে চলছে। মঙ্গলবার সকালে এই ইস্যুতে একাধিক বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী। পৃথীরাজ চহ্বন, গুলাম নবি আজাদ, এবং সিপি জোশীর সঙ্গে বৈঠক করেন সোনিয়া গান্ধী। এব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। কংগ্রেস সূত্রে খবর বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জম্মু-কাশ্মীর সফরে যাওয়ার আগেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় হাইকমান্ড।
২০১৪-র লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর আর্থিক সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যেতেই মন্ত্রিসভায় কিছু গুরুত্বপূর্ণ রদবদল চায় কংগ্রেস। তাই পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলির ওপর বেশি জোর দেওয়া হবে। শুন্যস্থান পুরণের পাশাপাশি যে মন্ত্রীরা একটির বেশি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন, তাদের কাজের বোঝা কমানোর কথাও ভাবা হচ্ছে। তৃণমূল মন্ত্রীদের ইস্তফার পর রাজ্য কংগ্রেসের কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় সামিল করার সম্ভাবনা রয়েছে। অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি এবং প্রদীপ ভট্টাচার্যের নাম শোনা যাচ্ছে। এআইসিসির শীর্ষস্তরেও বড় ধরনের রদবদলের সম্ভাবনা রয়েছে। অনুমান আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে রাহুল গান্ধীকে।