মোদী বিরোধীতাই ফের মিলিয়ে দিল একদা গুরু-শিষ্যকে, জমি অর্ডিন্যান্সের বিরোধীতায় আন্নার পাশে দাঁড়ালেন কেজরি
২০১১ সালের পর আবার। একদা ভাবগুরু আন্না হাজারের সঙ্গে আবার এক সঙ্গে প্রতিবাদে সামিল হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ৪ বছরে আরও কমেছে যমুনার জল। তার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতির মানচিত্র। আন্নার ফ্ল্যাগশিপ আন্দোলন 'ইন্ডিয়া আগেনস্ট কোরাপশন'-এর মঞ্চ থেকে তাঁর সমস্ত আপত্তি অগ্রাহ্য করে রাজনৈতিক দল গড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তৈরি করেছেন আম আদমি পার্টি। প্রথমবারই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দিল্লি বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে ২৮ আসন দখল করেছিল আপ। পাকেচক্রে রাজধানীর মুখ্যমন্ত্রী পদে বসে ছিলেন কেজরিওয়াল। তবে সে দফার ৪৯ দিনের সরকার এখন অতীত। সে সময় রাজনীতির ময়দানে অপটু কেজরিওয়াল কিছুটা হঠকারি সিদ্ধান্তের জেরেই ছেড়ে ছিলেন মুখ্যমন্ত্রীত্ব। দু'বছরেরই সংসদীয় রাজনীতির সিড়িভাঙা অঙ্কে বেশ পটু হয়ে উঠেছেন প্রাক্তন এই আমলা। লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যেও বিধানসভা নির্বাচনে যে মোদী ম্যাজিকের ঝলক দেখেছিল এ দেশ, এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আপ-এর দাপটে তা এক কথায় হারিয়ে ফেলেছে তার জাদু দণ্ড। মোদী ঝড় মিথ্যে প্রমাণ করে ৭০টির মধ্যে ৬৭টি আসনই গেছে আম আদমির ঝুলিতে। তিনটি আসনে কোনও রকমে মান রক্ষা করেছে বিজেপি। আজ, দিল্লির জন্তর মন্তরে সেই মোদী বিরোধীতার সুরই মিলিয়ে দিল একদা গুরু-শিষ্যকে। এক সঙ্গে কেন্দ্র সরকারের জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের বিরোধীতায় সামিল হলেন আন্না-কেজরি।
নয়া দিল্লি: ২০১১ সালের পর আবার। একদা ভাবগুরু আন্না হাজারের সঙ্গে আবার এক সঙ্গে প্রতিবাদে সামিল হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ৪ বছরে আরও কমেছে যমুনার জল। তার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে দেশের রাজনৈতিক পরিস্থিতির মানচিত্র। আন্নার ফ্ল্যাগশিপ আন্দোলন 'ইন্ডিয়া আগেনস্ট কোরাপশন'-এর মঞ্চ থেকে তাঁর সমস্ত আপত্তি অগ্রাহ্য করে রাজনৈতিক দল গড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তৈরি করেছেন আম আদমি পার্টি। প্রথমবারই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দিল্লি বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে ২৮ আসন দখল করেছিল আপ। পাকেচক্রে রাজধানীর মুখ্যমন্ত্রী পদে বসে ছিলেন কেজরিওয়াল। তবে সে দফার ৪৯ দিনের সরকার এখন অতীত। সে সময় রাজনীতির ময়দানে অপটু কেজরিওয়াল কিছুটা হঠকারি সিদ্ধান্তের জেরেই ছেড়ে ছিলেন মুখ্যমন্ত্রীত্ব। দু'বছরেরই সংসদীয় রাজনীতির সিড়িভাঙা অঙ্কে বেশ পটু হয়ে উঠেছেন প্রাক্তন এই আমলা। লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যেও বিধানসভা নির্বাচনে যে মোদী ম্যাজিকের ঝলক দেখেছিল এ দেশ, এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আপ-এর দাপটে তা এক কথায় হারিয়ে ফেলেছে তার জাদু দণ্ড। মোদী ঝড় মিথ্যে প্রমাণ করে ৭০টির মধ্যে ৬৭টি আসনই গেছে আম আদমির ঝুলিতে। তিনটি আসনে কোনও রকমে মান রক্ষা করেছে বিজেপি। আজ, দিল্লির জন্তর মন্তরে সেই মোদী বিরোধীতার সুরই মিলিয়ে দিল একদা গুরু-শিষ্যকে। এক সঙ্গে কেন্দ্র সরকারের জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের বিরোধীতায় সামিল হলেন আন্না-কেজরি।
এক কথায় এক এক রিইউনিয়ন। গতকালই এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর আজ একেবারে আন্দোলনে সামিল হলেন সপার্ষদ। আপ-এর ৬৬ জন বিধায়ক ও অনান্য নেতা কর্মীরাও হাজির হলেন আপ সুপ্রিমোর সঙ্গে।
আপ তাদের সমর্থনের কথা ঘোষণা করলেও আন্না জানিয়েছিলেন, আপ নেতা কর্মীরা চাইলে এই আন্দোলনে যোগদান করতেই পারেন, কিন্তু ধর্না মঞ্চে ঠাঁই হবে না তাঁদের। তবে, আজ কেজরিওয়াল সশরীরে জন্তর মন্তরে হাজির হলে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এলেন বর্ষীয়ান এই সমাজকর্মী। লোকপাল বিলের চাহিদায় আন্দোলন এই দু'জনের মধ্যে যে সম্পর্ক তৈরি করেছিল সেই সম্পর্কে যতি পরেছিল ২০১২ সালে আপ-এর জন্ম সংক্রান্ত বিতর্কের জেরে । ৩ বছর পর আজ আরও একবার একই মঞ্চে দেখা মিলল আন্না ও কেজরিওয়ালের সেই হিট জুটির।
আন্নার ডাকে এনডিএ সরকারের জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সের বিরোধীতা করে হতকাল থেকেই সারা দেশে থেকে জন্তর মন্তরে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক।
তবে অনশন আন্দোলনের জন্য বিখ্যাত ৭৭ বছরের আন্না জানিয়েছেন এবার আর সে পথে হাঁটবেন না তিনি। 'কৃষক-বিরোধী' এই অর্ডিন্যান্সের বিরোধীতা তিনি বেঁচে থেকেই করতে চান বলেও জানিয়েছেন।
একই মঞ্চে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেছেন 'জমির দালালের মত আচরণ করছে কেন্দ্র সরকার।'
আগামী ৪ মাস এই অর্ডিন্যান্সের বিরোধীতা করে সারা দেশেই জনমত গড়ে তুলতে চান আন্না। তারপরেও যদি মোদী সরকার এই অর্ডিন্যান্স প্রত্যাহার না করে তাহলে 'দিল্লিরই রামলীলা ময়দান থেকে ''জেল ভর আন্দোলন''-শুরু করবেন তিনি।
গতকাল দিল্লির মহারাষ্ট্র ভবনে আন্নার পা ছুঁয়ে তাঁকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী। ঘণ্টা খানেক চলে তাঁদের বৈঠক। এরপরেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ঘোষণা করেন আজ আন্নার প্রতিবাদে সামিল হবেন কেজরিও।