Russia-Ukraine War: যুদ্ধের মাঝেই ভারতে আসছেন Russia-র বিদেশমন্ত্রী! অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনার সম্ভাবনা

ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা বেশ কয়েকটি পশ্চিমি শক্তির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Updated By: Mar 29, 2022, 11:20 AM IST
Russia-Ukraine War: যুদ্ধের মাঝেই ভারতে আসছেন Russia-র বিদেশমন্ত্রী! অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনার সম্ভাবনা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার (Russia) বিদীশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergey Lavrov) সম্ভবত এই সপ্তাহে ভারত সফর করবেন। মনে করা হচ্ছে এই সফরের মূল লক্ষ্য থাকবে দিল্লির মস্কো থেকে তেল এবং সামরিক হার্ডওয়্যার সংগ্রহের জন্য অর্থপ্রদানের ব্যবস্থা।

জানা গেছে যে লাভরভ দুদিনের চিন সফর শেষ করে বৃহস্পতিবার অথবা শুক্রবার ভারতে আসবেন। সূত্র মারফত জানা গেছে যে লাভরভের ভারত সফরের বিস্তারিত সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে।

২৪ ফেব্রুয়ারী ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে মস্কো (Moscow) তার সামরিক অভিযান শুরু করার পরে এটিই রাশিয়ার থেকে ভারতে সর্বোচ্চ পর্যায়ের প্রথম সফর।

ভারতের বিদেশ মন্ত্রক অথবা রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে প্রস্তাবিত সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কথা জানানো হয়নি।

গত কয়েক সপ্তাহে ভারতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের সফরের ঝড় উঠেছে। এদের মধ্যে রয়েছে চিনের (China) বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi), রাজনৈতিক বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড (US Under Secretary of State for Political Affairs Victoria Nuland) এবং অস্ট্রিয়া ও গ্রিসের বিদেশমন্ত্রী সহ নেতৃত্ব। বৃহস্পতিবার ভারত সফরে আসছেন ব্রিটিশ বিদেশ সচিব লিজ ট্রাস (British Foreign Secretary Liz Truss)।

সূত্র মারফত জানা গেছে যে লাভরভের প্রস্তাবিত সফরে, প্রধান ফোকাস থাকার সম্ভাবনা রয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল এবং সামরিক হার্ডওয়্যার ক্রয়ের জন্য অর্থপ্রদানের ব্যবস্থা বিষয়ে।

রাশিয়ার উপর পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞা তাদের আর্থিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। জানা গেছে যে উভয় পক্ষই রুপি-রুবেল পেমেন্ট সিস্টেম সক্রিয় করার বিষয়ে নজর দিচ্ছে।

অন্যান্য নেতৃস্থানীয় শক্তির মত, ভারত এখনও ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করেনি এবং রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের প্ল্যাটফর্মে ভোটদান থেকে বিরত ছিল। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য বলেছে প্রথম থেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ ফেব্রুয়ারি, ২ মার্চ এবং ৭ মার্চ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গেও দুবার কথা বলেছেন।

আরও পড়ুন: Imran Khan: সুতোর উপরে ঝুলছে ইমরানের ভাগ্য, সংসদে পেশ হল অনাস্থা প্রস্তাব

গত সপ্তাহে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সংসদে বলেছিলেন যে ইউক্রেন সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান "অটল এবং ধারাবাহিক" এবং এটি অবিলম্বে হিংসা বন্ধ করার চেষ্টা করছে।

ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা বেশ কয়েকটি পশ্চিমি শক্তির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি (White House Press Secretary Jen Psaki) প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলেন যে ভারত যদি রাশিয়ার থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব গ্রহণ করে তাহলে তা মস্কোর উপর মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। কিন্তু তিনি আরও বলেন যে দেশগুলিকে রাশিয়ার বিষয়ে কী ভূমিকা নিতে চায় সেই বিষয়েও ভাবতে হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.