খনি কেলঙ্কারিতে জড়ালেন এস এম কৃষ্ণ, লোকায়ুক্ত আদালতের নিশানায় কুমারস্বামী, ধরম সিং

ফের বেআইনি আকরিক লোহা উত্তোলন কাণ্ডের অভিঘাত কন্নড় মুলুকের রাজনৈতিক মহলে! শাসক বিজেপি`র পর এবার লোকায়ুক্তের নিশানায় দুই বিরোধী দল, কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর তিন হেভিওয়েট নেতা।

Updated By: Dec 8, 2011, 07:58 PM IST

ফের বেআইনি আকরিক লোহা উত্তোলন কাণ্ডের অভিঘাত কন্নড় মুলুকের রাজনৈতিক মহলে! শাসক বিজেপি`র পর এবার লোকায়ুক্তের নিশানায় দুই বিরোধী দল, কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর তিন হেভিওয়েট নেতা।
বৃহস্পতিবার কর্নাটকের লোকায়ুক্ত আদালতের বিচারক এন কে সুধীন্দ্র রাও খনি দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী- কংগ্রেসের এস এম কৃষ্ণ ও এন ধরম সিং এবং জনতা দল (সেকুলার)-এর এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। আগামী ৬ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেশের জন্যও লোকায়ুক্ত পুলিসকে আদেশ দিয়েছেন বিচারক রাও। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণর নাম খনি দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার সঙ্গত কারণেই চরম বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস নেতৃত্ব। একই ভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে কুমারস্বামীকে নিয়ে জনতা দল (এস) শিবিরে ঘনীভূত হচ্ছে শঙ্কার মেঘ।
বেআইনি লৌহ আকরিক কাণ্ডের জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বল্লারির `রেড্ডি ব্রাদার্স`-এর অন্যতম সদস্য জি জনার্দন রেড্ডি। প্রাক্তন লোকায়ুক্ত সন্তোষ হেগড়ের রির্পোটের পরিপ্রক্ষিতে কুরসি ছাড়তে হয়েছে দাক্ষিণাত্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে। এই পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশনে বিষয়টি নিয়ে বিজেপি সাংসদরা সোচ্চার হবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Tags:
.