পদত্যাগ করলেন এস এম কৃষ্ণা

বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এস এমকৃষ্ণা। রবিবার মন্ত্রিসভার রদবদল প্রায় নিশ্চিত। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পূর্ব পরিকল্পিত লাওস সফরও বাতিল করেন কৃষ্ণা। যদিও বিদেশ মন্ত্রকের তরফে এই ইস্তফার কোনও ব্যখ্যা দেওয়া হয়নি।

Updated By: Oct 26, 2012, 04:41 PM IST

বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এস এম কৃষ্ণা। রবিবার মন্ত্রিসভার রদবদল প্রায় নিশ্চিত। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পূর্ব পরিকল্পিত লাওস সফরও বাতিল করেন কৃষ্ণা।
যদিও বিদেশ মন্ত্রকের তরফে এই ইস্তফার কোনও ব্যখ্যা দেওয়া হয়নি। তবে দলীয় সুত্রে জানানো হয়েছে, কর্নাটকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্যই এস এম কৃষ্ণাকে পদত্যাগের নির্দেশ দেয় কংগ্রেস হাইকম্যান্ড।
বৃহস্পতিবারই কর্নাটকে মাইসোর-ব্যাঙ্গালুরু এক্সপ্রেস ওয়ে নির্মাণের জমি অধিগ্রহণের একটি মামলায় খোদ বিদেশমন্ত্রী কৃষ্ণার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় কর্নাটক লোকায়ুক্ত। প্রসঙ্গগত, গত চার বছর যাবত বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন কৃষ্ণা।

.