Pension Slip in WhatsApp: হোয়াটসঅ্যাপেই মিলবে পেনশন ব্যালান্স-মিনি স্টেটমেন্ট, একগুচ্ছ পরিষেবা চালু করল এসবিআই
স্লিপ ছাড়াও পেনশন সংক্রান্ত আরও বেশকিছু সুবিধে পাওয়া যাবে হোয়াটসঅ্য়াপ থেকে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে পেনশন অ্যাকাউন্টের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট। এর ফলে ব্যাঙ্কে দৌড়ঝাঁপের ঝক্কি ছাড়াই বয়স্ক মানুষজন পেয়ে যাবেন ওইসব পরিষেবা
![Pension Slip in WhatsApp: হোয়াটসঅ্যাপেই মিলবে পেনশন ব্যালান্স-মিনি স্টেটমেন্ট, একগুচ্ছ পরিষেবা চালু করল এসবিআই Pension Slip in WhatsApp: হোয়াটসঅ্যাপেই মিলবে পেনশন ব্যালান্স-মিনি স্টেটমেন্ট, একগুচ্ছ পরিষেবা চালু করল এসবিআই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/05/402854-1.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেনশন প্রাপকদের জন্য বিশেষ এক সুবিধে নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ব্যাঙ্ক না গিয়েও হোয়াটসঅ্যাপেও মিলবে বহু তথ্য। হোয়াটসঅ্যাপের এই নতুন পরিষেবায় পেনশন প্রাপকরা পেতে পারেন তাদের পেনশন স্লিপ। একটি মাত্র মেসেজ পাঠিয়েই মিলতে পারে ওই পরিষেবা।
আরও পড়ুন-গাড়ির চাকা পিষে দিচ্ছে অঞ্জলিকে! নিজের চোখে দেখেই বাড়ি ফেরেন নিধি
ওই স্লিপ ছাড়াও পেনশন সংক্রান্ত আরও বেশকিছু সুবিধে পাওয়া যাবে হোয়াটসঅ্য়াপ থেকে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে পেনশন অ্যাকাউন্টের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট। এর ফলে ব্যাঙ্কে দৌড়ঝাঁপের ঝক্কি ছাড়াই বয়স্ক মানুষজন পেয়ে যাবেন ওইসব পরিষেবা। ওই পরিষেবা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ৯০২২৬৯০২২৬ নম্বরে লিখতে হবে 'হাই'। তাহলেই ওই পরিষেবায় আপনার নাম অ্যক্টিভেট হয়ে যাবে।
কীভাবে ওই পরিষেবা অ্যাক্টিভেট করা যাবে
## মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WAREG লিখে একটা স্পেস দিয়ে লিখতে হবে আপনার অ্য়াকাউন্ট নম্বর। ওই মেসেজ পাঠানোর পর আপনার নাম রেজিস্ট্রি হয়ে যাবে।
## নামে রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনার মোবাইলে ৯০২২৬৯০২২৬ নম্বর থেকে একটি পাল্টা মেসেজ আসবে ও কিছু পদ্ধতি মেনে চলতে হবে।
কীভাবে হোয়াটসঅ্যাপে মিলবে পেনশন স্লিপ
## পেনশন প্রাপককে ৯০২২৬৯০২২৬ নম্বরে হাই লিখে পাঠাতে হবে। তাতেই এসবিআইয়ের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে।
## ওই মেসেজ পাঠানোর পরই পাওয়া যাবে ব্যালান্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট ও পেনশন স্লিপ অপশন।
## যে পরিষেবা পেতে চান তা সিলেক্ট করলেই হবে।
## সিলেক্ট বাটনে চাপ দিলেই অপেক্ষা করতে বলা হবে। পরে মেসেজ এসে যাবে।