সুপ্রিম বিচারাধীন ইউনিটেক মামলায় নির্দেশ দিয়ে ভর্তসনার মুখে ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সোমবারই সু্পিম কোর্টের দ্বারস্থ হওয়ায় এই নির্দেশকেই মঙ্গলবার ভর্তসনা করল শীর্ষ আদালত।

Updated By: Dec 13, 2017, 09:17 PM IST
সুপ্রিম বিচারাধীন ইউনিটেক মামলায় নির্দেশ দিয়ে ভর্তসনার মুখে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদন: আবাসন সংস্থা ইউনিটেক নিয়ে ট্রাইব্যুনালের নির্দেশে অসন্তুষ্ট সু্প্রিম কোর্ট। ইউনিটেক মামলায় শীর্ষ আদালতের বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে বলে, যখন বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, তখন এনসিএলটি (জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল) কীভাবে সংস্থাটির পর্ষদকে বরখাস্ত করে কেন্দ্রকে দায়িত্ব নিতে বলে?

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইউনিটেকের আট জন ডিরেক্টরকে বরখাস্ত করেছিল এনসিএলটি। তাঁদের বদলে কাজ চালানোর জন্য কেন্দ্রকে ১০ জন নমিনি নিয়োগ করতেও বলেছিল এনসিএলটি। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সোমবারই সু্পিম কোর্টের দ্বারস্থ হওয়ায় এই নির্দেশকেই মঙ্গলবার ভর্তসনা করল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ক্রেতাদের ফ্ল্যাট দেওয়া নিয়ে চলা মামলায় শীর্ষ আদালত ৭৫০ কোটি টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে ইউনিটেককে। অন্যদিকে, এই সংস্থার সব অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে দিয়েছে এনসিএলটি। তাছাড়াও আট জন ডিরেক্টরকেও বরখাস্ত করে দেওয়া হয়েছে। ইউনিটেকের দাবি, এনসিএলটি যা নির্দেশে দিয়েছে, তার ফলে টাকা জোগাড় করার অসম্ভব হয়েছে পড়ছে তাদের পক্ষে। ইউনিটেকের আবেদন খতিয়ে দেখে শীর্ষ আদালত ট্রাইব্যুনালকেই ভর্তসনা করে।

.