কমতে পারে জিএসটি-র হার, ইঙ্গিত জেটলির

Updated By: Oct 2, 2017, 04:50 PM IST
কমতে পারে জিএসটি-র হার, ইঙ্গিত জেটলির

ওয়েব ডেস্ক:  আগামীদিনে কমতে পারে জিএসটি অর্থাত্ পণ্য পরিষেবা করের হার। ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস এক্সাইজ অ্যান্ড নার্কোটিক্স-এর প্রতিষ্ঠা দিবেসের অনুষ্ঠানে এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কথায়, ''রাজস্ব আদায় বাড়লেই, করের হার কমানোর সুযোগ রয়েছে।'' পাশাপাশি জিএসটি-র হার কমানো অত্যন্ত জুরুরি বলেও মত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

বর্তমানে জিএসটি-র হার ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। জেটলি কথায়, প্রত্যক্ষ কর দিতে না হলেও, পরোক্ষ কর দেশের সব নাগরিককেই দিতে হয়। সেক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের অসুবিধা হয়। জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর কর কমিয়ে আনতে সরকার সর্বদাই বদ্ধপরিকর। তবে এক্ষেত্রে কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জেটলি আরও বলেন, '' আমরা জিএসটি রূপায়নের প্রথম পর্বে দাঁড়িয়ে রয়েছি। এখনও অনেকটা পথ চলতে হবে। ছোটো করদাতাদের বোঝা কমানোর সুযোগ রয়েছে। তবে তার আগে প্রয়োজন, জিএসটি খাতে রাজস্ব ক্ষতি পূরণ করা।'' তবে দেশের আর্থিক উন্নতি চাইলে, কর মেটানোর দায়িত্ব সাধারণ নাগরিকেরই বলে মনে করিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

.